January 16, 2025, 2:47 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

আবুল মাল আব্দুল মুহিতের মাগফিরাত কামনায় রেড ক্রিসেন্ট সিলেট’র মিলাদ ও দোয়া মাহফিল

সিলেট ব্যুরোঃঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনা করে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মে) বাদ যোহর নগরীর চৌহাট্রাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল এর মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মরহুম লুৎফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম ইফতেখার হোসেন শামীম, মাতৃমঙ্গল হাসপাতাল এর কর্মকর্তা মরহুম মফিজুল ইসলামসহ প্রয়াত সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা সাদিকুর রহমান।
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উপ-পরিচালক মো. আব্দুস সালাম, মাতৃমঙ্গল হাসপাতাল এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরুল আলম, সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সুহেল, সাবেক যুব প্রধান ও কোভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক মো. নাজিম খান, আজীবন সদস্য মুফতি আব্দুল খাবির, তাজ উদ্দিন খান আলম, কিশোর ভট্রাচার্জ্য জনি, শান্ত দেব, আব্দুল বাতিন ফয়সল, আতিকুর রহমান নগরী, হিসাব রক্ষন কর্মকর্তা মো. ফারহান আমির জামান, কর্মকর্তা পার্থ সারথি দাস, যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় প্রধান বদরুল আজাদ শুভ, মুজিব খান ফাহিম, উপ-বিভাগীয় প্রধান সুমেল চৌধুরীসহ যুব সদস্যরাও উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর