July 1, 2024, 10:36 am

সংবাদ শিরোনাম
শার্শায় এইসএসসি ও আলিম পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত- ৪৬ ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৫তম জন্মবার্ষিকী বন্যার্ত আশ্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ বিশ্ব যোগ দিবস ২০২৪ পালিত কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী

মনপুরা মাথা বিহীন সন্তান জন্মগ্রহন

ভোলা-মনপুরাঃ

ভূইয়ার হাটের দক্ষিন পাসে, রাস্তার পূর্ব পাসে (মন্তু বেপারী বাড়ির) ইয়াকুব বেপারী একটি সন্তান হয় মাথা বিহীন। ইয়াকুব বেপারী চট্রগ্রাম শহরে একজন দিন মজুরের কাজ করেন এই সন্তানটি নিয়ে তার একে একে সাতঁটি সন্তান জন্ম নিয়ে পৃথিবীতে আসেন। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস তার দুটি সন্তান একটি জন্মের এক মাস ১৫ দিন পর মারা যায় অপরটি জন্মের পর পরই মারা যায়। আর বর্তমানে তার সাতঁ নাম্ভার সন্তানটি হয় মাথা বিহীন। সন্তানটি এখনো জীবীত আছে, গত ২৬ তারিখ সকাল ৭:০০ ঘটিকায় তাদের বাড়িতে জন্মগ্রহন করে। পরবর্তিতে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স মনপুরা-ভোলা, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স ড. বলেন আমাদের দ্বারা কিছু করা সম্ভব হবে না আপনারা ঢাকা শিশু হাসপাতাল নিয়ে যান। তখন তারা ঢাকা নাহ গিয়ে তাদের বাসায় চলে আসেন এবং বর্তমানে তাদের বাসায়ই আছে। তাদেরর এই সন্তান টি ছেলে, তবে কাউকে দেখতে দেওয়া হচ্ছেনাহ আমরা অনেক চেষ্টা করি দেখার কিন্তু দেখতে পারিনায়। তবে সব কথার শেষে একটাই কথা বলবো জন্ম মৃত্যু আল্লাহর হাতে তিনি চাইলে সব কিছু করতে পারেন। আসেন আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই যেনো আল্লাহ পাক আমাদের সাথে এমনটা নাহ করেন আমিন।
Share Button

     এ জাতীয় আরো খবর