ওমর ফারুকঃ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: বেড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বেড়া উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওয়াজেদ আলী খান ও উপজেলা এর প্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল।
সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বেড়া উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওয়াজেদ আলী খান ও সাধারণ সম্পাদক আব্দুল রশিদ দুলাল ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।
মাতৃভাষা রক্ষার আন্দোলনে প্রাণ উৎসর্গকারীদের স্মরণ করতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ মিনারে হাজার হাজার মানুষের ঢল নামে। সকল বয়সী শ্রেণি-পেশার মানুষ শহিদ বেদীতে পুষ্পস্তবক ও ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বেড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওয়াজেদ আলী খান বলেন, ‘মানুষের অধিকার আদায়ে প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আদায়ের আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রাম সংগঠিত করে বাঙালিকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারছে। বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধুর অবদান আজ গোটা বাংলাদেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন না হলে দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারত না উল্লেখ করে সভাপতি আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলি কারণ হাজার হাজার বছরের ইতিহাসে বাঙালির জন্য কখনও কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। বঙ্গবন্ধুই ঘুমন্ত বাঙালি জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করেছেন। এই জাতিকে সংগঠিত করে তার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাঙালিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। ইতিহাসের পাতায় আরও বহু বাঙালি নেতা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, চেষ্টা চালিয়েছেন, কিন্তু সফল হননি। বঙ্গবন্ধুই সেই সফলতা এনে দিয়েছেন এবং সেই কারণেই বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। যুদ্ধাপরাধী ও তাদের দোসররাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাই দেশকে কলঙ্কমুক্ত করতে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করতে হবে।
বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সেদিকে সজাগ থাকতে হবে উল্লেখ করে বেড়া উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ আলী খান বলেন, ‘বাংলাদেশ অনেক দেশের কাছে আজ একটি রোল মডেল। সংকটকে সম্ভাবনায় পরিণত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘ভাষা শহীদদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। পৃথিবীতে বাঙালিরাই একমাত্র রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে, সেটা তরুণ প্রজন্মকে জানাতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে। তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে।
এসময়: মোঃ মতিউর রহমান (মজনু) সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মোঃ হাবিবুর রহমান (হবি) সদস্য বেড়া উপজেলা আওয়ামীলীগ, মোঃ শাহজাহান আলী জন্টু বেড়া উপজেলা আওয়ামীলীগ, মোঃ শাহিনুর রহমান (ডালিম) বেড়া উপজেলা যুবলীগ শাখা, মোঃ রোকনুজ্জামান সবুজ বেড়া পৌর যুবলীগ, মোঃ জুলফিকার আলী ভুট্টো বেড়া পৌর আওয়ামীলীগ,মোঃ রাসেল মাহফুজ পৌর যুবলীগ, মোঃ জাহিদুল ইসলাম বেড়া পৌর যুবলীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।