January 16, 2025, 3:57 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১০ হাজার  ৭৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই হাজারেরও বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৮ লাখ ৫৬ হাজার ৭৭৫ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ১৫২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪ লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪১ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৭৯১ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের শুরু থেকে বৈশ্বিক পর্যায়ে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দিকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় জার্মানিতে সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৫১৫ জন সংক্রমিত হয়েছেন। এসময় মারা গেছেন ২১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪২ জন এবং মোট মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৯২৪ জন।

দৈনিক সংক্রমণের দিক থেকে জার্মানির পরেই রয়েছে যথাক্রমে রাশিয়া, ফ্রান্স, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মতো দেশগুলো। এরমধ্যে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৬ হাজার ৬৩১ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি ভাইরাসটিতে মারা গেছেন ৭০৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ৫৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৬৩৫ জনের।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪২ হাজার ২৫৩ জনের সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ৩৯০ জনের। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত ২ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৫৭৯ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১ লাখ ২৩ হাজার ৮২৭ জনের সংক্রমিত হওয়ার পাশাপাশি ভাইরাসটিতে মারা গেছেন ৯০৯ জন। এ নিয়ে লাতিন আমেরিকার এ দেশটিতে মোট সংক্রমিত ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৯৫৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৩৯ হাজার ৮২২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট মারা গেছেন ৯ লাখ ৪৯ হাজার ২৪৮ জন। গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমিত ৯৪ হাজার ৮১৮ জন নিয়ে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৬৪ জন।

তুরস্কে গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৭৩০ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ৩০৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ১ কোটি ৩০ লাখ ৭৯ হাজার ৬৮৩ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ১১৭ জনে।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯০২ জন সংক্রমিত ও মারা গেছেন ৫১৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ২১ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ৫ লাখ ৯ হাজার ৯০৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৭০ হাজার ৮৫২ জন সংক্রমিত ও মারা গেছেন ৩৮৮ জন। স্পেনে ৩৪ হাজার ৩৮০ জন সংক্রমিত ও মারা গেছেন ৩১০ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পোলান্ডে ৩৭৮ জন, ইউক্রেনে ৩০৫ জন, আর্জেন্টিনায় ২৩৬ জন, রোমানিয়ায় ১৯৫ জন, দক্ষিণ আফ্রিকায় ১৮১, ইরানে ১৬৭ জন, মেক্সিকোতে ১৪৬ জন, জাপানে ১৩৫ জন, ইন্দোনেশিয়ায় ১৩৪ জন, কলম্বিয়ায় ১৩৮ জনের মৃত্যু হয়েছে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

Share Button

     এ জাতীয় আরো খবর