কলমেঃ নুর মোহাম্মাদ
বছর শেষে,সময়ের মহা ঘূর্ণায়নে ফাল্গুন এসেছে আমার বাংলাদেশে শত কোলাহল আর শব্দের মাঝেও কোকিলের মিষ্টি সুর ভেসে আসে। রুক্ষ শীতের কঠিন তীব্রতা শেষে বসন্তের ফাল্গুন এলো এই ধরায়, ফুল পাখিদের মহা উল্লাস দেখে আমার ক্লান্ত ব্যকুল প্রাণ জুড়ায়। প্রকৃতি সেজেছে আজ নতুন রুপে গাছে গাছে ফুটেছে নতুন জাতের ফুল ফাল্গুনি বসন্তের সজীব ছোঁয়া পেয়ে প্রাণবন্ত হয়ছে আমের তাঁজা মুকুল। বৃক্ষরাজিতে গজিয়েছে নতুন পাতা ফুটেছে শিমুল পলাশ আর কৃষ্ণচূড়া, ঝরে পরা সব ফুল কুঁড়িয়ে নিয়ে পথের শিশুরা আনন্দে আত্মহারা। চারপাশে দেখো আজ চমকানো রুপ ফোঁটা ফুলগুলো যেনো গোলা আগুন, সকল বাঁধার শান্ত অবসান ঘটিয়ে আজ বাংলায় এসেছে পহেলা ফাল্গুন। আজ বসন্তে জাগ্রত হও প্রিয় বন্ধু খুলে দাও তোমার মুক্ত বাতায়ন, শিশু কিশোরের তৃপ্ত উল্লাসে দেখো আজ আনন্দে মুখরিত পুরো ভূবণ। নিরবে কান পেতে শোনো উদাস দুপুরে গান গায় কে একলা বসে বহুদূরে? ফাল্গুনে আজ মাতিয়াছে পুরো বিশ্ব রাখালের প্রিয় গান আর বাঁশির সুরে। হে আঁধার মানবী! তুমি বেরিয়ে আসো বন্ধ করো তোমার হতাশার সব দ্বীর্ঘশ্বাস, রঙ্গীন তুলি দিয়ে নতুন ছবি এ্যঁকে নাও ফাল্গুনিক সৌন্দর্যের সকল মিষ্টি সুভাস।