জাহানারা বেগমের সঙ্গে কথা বলতে গেলে আহাজারি করে তিনি জানান, ‘আমি একজন ক্যানসারের রোগী। জানি না কত দিন বাঁচব। কিন্তু যত দিন বেঁচে আছি তত দিন অন্তত একটু বাঁচার মতো করে বাচতে চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় এক গবেষণার ফলাফল বলছে, একজন ক্যানসার রোগীর চিকিৎসার পেছনে প্রতি বছর পরিবারের ব্যয় হচ্ছে গড়ে ৬ লাখ ৪০ হাজার টাকা।
দেশে বিপুলসংখ্যক রোগীর সেবা নিশ্চিতে আরেক প্রতিবন্ধক প্রশিক্ষিত জনবল সংকট।
প্রকৃত সংখ্যা নিয়ে সরকারি পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয়, বর্তমানে রোগী সংখ্যা ১৫ লাখের বেশি।
আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি বছর দেশে নতুন ক্যানসার রোগী যুক্ত হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৭৭৫ জন, আর প্রাণ হারাচ্ছেন ১ লাখ ৯ হাজার। অথচ বিপরীতে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা আড়াইশ’রও কম।
আশার বিষয় হলো, গত ৯ জানুয়ারি দেশের ৮ বিভাগে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।তবে হাসপাতাল নির্মাণকাজের সঙ্গে সঙ্গে দক্ষ জনবল তৈরির ওপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।