January 7, 2025, 10:24 pm

সংবাদ শিরোনাম
বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২

ক্যানসার রোগীদের হাহাকার, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

দেশে কেবল একটি সরকারি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল থাকায় সবক্ষেত্রেই হচ্ছে তীব্র সংকট। কর্তৃপক্ষ বলছে, দু-তিন বছরের মধ্যে মিলবে ৮টি বিভাগে সরকারি ক্যানসার হাসপাতাল নির্মাণের সুফল।

ঠাঁই নেই হাসপাতালে। অনেক অপেক্ষার পরও মিলছে না ভর্তির সুযোগ। কিন্তু ক্যানসারের চিকিৎসা চালিয়ে নিতে থাকতে হবে ঢাকায়। যদিও কোথাও বাসা ভাড়া করে থাকারও আর্থিক সামর্থ্য নেই ফরিদপুর থেকে আসা ৫০ বছর বয়সী জাহানারা বেগমের। গত ৩ মাস ধরে তাই হাসপাতালের সামনের রাস্তাতেই থাকতে হচ্ছে বিছানা পেতে।
জাহানারা বেগমের সঙ্গে কথা বলতে গেলে আহাজারি করে তিনি জানান, ‘আমি একজন ক্যানসারের রোগী। জানি না কত দিন বাঁচব। কিন্তু যত দিন বেঁচে আছি তত দিন অন্তত একটু বাঁচার মতো করে বাচতে চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় এক গবেষণার ফলাফল বলছে, একজন ক্যানসার রোগীর চিকিৎসার পেছনে প্রতি বছর পরিবারের ব্যয় হচ্ছে গড়ে ৬ লাখ ৪০ হাজার টাকা।
দেশে বিপুলসংখ্যক রোগীর সেবা নিশ্চিতে আরেক প্রতিবন্ধক প্রশিক্ষিত জনবল সংকট।
প্রকৃত সংখ্যা নিয়ে সরকারি পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয়, বর্তমানে রোগী সংখ্যা ১৫ লাখের বেশি।
আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি বছর দেশে নতুন ক্যানসার রোগী যুক্ত হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৭৭৫ জন, আর প্রাণ হারাচ্ছেন ১ লাখ ৯ হাজার। অথচ বিপরীতে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা আড়াইশ’রও কম।
আশার বিষয় হলো, গত ৯ জানুয়ারি দেশের ৮ বিভাগে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।তবে হাসপাতাল নির্মাণকাজের সঙ্গে সঙ্গে দক্ষ জনবল তৈরির ওপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Share Button

     এ জাতীয় আরো খবর