স্পোর্টস ডেস্ক :: পিডিনিউজ২৪.কম ।।
চলতি বিপিএল খেলতে আসা আন্দ্রে রাসেল আজ রাতে ঢাকা ছাড়বেন। গতকাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকার ম্যাচটি খেলে দল ছাড়ার কথা ছিল ঢাকার ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। কিন্তু বৃষ্টির বাগড়ায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) একটি বলও মাঠে গড়ায়নি। তাইতো আক্ষেপ নিয়ে ঢাকা ছাড়ছেন রাসেল।
যাওয়ার আগে দলকে শুভকামনা জানিয়ে গেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ আমার শেষ ম্যাচ ছিল, বৃষ্টিতে ভেসে গেল। তাই ভালো একটা ম্যাচ খেলে সবাইকে বিনোদন দিয়ে বিদায় নেয়ার ইচ্ছাটা পূরণ হল না।’
টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি থাকলেও ফিরে যাওয়ার মুহুর্তে দলের জন্য শুভ কামনা জানিয়েছেন এই কেরিবিয়ান হার্ড হিটার। ঢাকার হয়ে চলতি বিপিএলে অলরাউন্ডার আন্দ্রে রাসেল ৬ ম্যাচে করেছেন ৬১ রান। উইকেট নিয়েছেন ৮টি।
কলকাতা নাইট রাইডার্সের ট্রেণিং ক্যাম্পে যোগদানের উদ্দেশ্যেই রাসেল উড়াল দিচ্ছেন বলে জানা গেছে।