January 16, 2025, 3:52 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

রমেকে যান্ত্রিক ত্রুটিতে বিকল লিফট,ভোগান্তিতে ৮ জেলার রোগীরা

রংপুর ব্যুরোঃঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫টির মধ্যে ৮টি লিফট’ই বিকল।এতে চরম ভোগান্তিতে ৮ জেলার রোগী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনে ১৩টি ও নতুন ভবনে ২টি লিফট রয়েছে । এর মধ্যে পুরাতন ভবনের ১৩টি লিফটের মধ্যে ৭টি ও নতুন ভবনের ২টি লিফটের মধ্যে ১ টি লিফট বিকল হয়ে পরে আছে ।

বর্তমানে যে ৭টি লিফট চলছে সেগুলোর অবস্থাও জরাজীর্ণ আবার,চলতি ৭টি লিফটের বেশিরভাগেরই নেই কল সুইচ ।

এতে করে বিভিন্ন ফ্লোরে লিফটের সামনে ওঠানামার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগিদের ।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরী বিভাগের  রোগিরা । অনেকসময় উঠানামার অপেক্ষায় দাড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ।

এদিকে চালু লিফটের সংখ্যা কম থাকায় চালু লিফটগুলোর উপর চাপ পরেছে ।

সবচেয়ে বেহাল দশা পুরাতন ভবনের ৪ নম্বর লিফটের বাহিরে ও ভিতরে কোন ধরনের
কল সুইচ নেই।

এতে করে অনেকসময় ভিতরে আটকা পরছে রোগীসহ অনেকেই ।

৪নং লিফটের ভিতরে বন্ধি হয়ে আটক থাকা সরকার মুকিত জানায় , আমি চার তলায় খোলা পেয়ে লিফটিতে উঠি , উঠার পরে লিফটির দরজা বন্ধ হয়ে যায় ।আমি নিচে নামার জন্য সুইচ চাপ দিতে গেলে দেখি সবকটি সুইচ ভাঙ্গা । অনেকক্ষন চেস্টা করার পরেও লিফটটি খুলছিলো না ।
এরপর একজন এসে বাহিরে কল সুইচটি চাপলে লিফটটি খোলে ,আমি দ্রুত নেমে পড়ি ।

এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজের উপ-সহকারী প্রকৌশলী রিংকু জানায় , কয়েকটি লিফট বিকল হওয়ায় বাকি গুলোর  উপরে চাপ পরেছে । বিকল লিফটগুলো সরিয়ে দ্রুত তিনটি নতুন লিফট স্থাপন করাসহ চলতি লিফটগুলো দ্রুত সংস্কার করা হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর