-
- দুর্ভোগ, সারাদেশে
- রমেকে যান্ত্রিক ত্রুটিতে বিকল লিফট,ভোগান্তিতে ৮ জেলার রোগীরা
- আপডেট সময় June, 3, 2021, 10:29 pm
- 708 বার পড়া হয়েছে
রংপুর ব্যুরোঃঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫টির মধ্যে ৮টি লিফট’ই বিকল।এতে চরম ভোগান্তিতে ৮ জেলার রোগী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনে ১৩টি ও নতুন ভবনে ২টি লিফট রয়েছে । এর মধ্যে পুরাতন ভবনের ১৩টি লিফটের মধ্যে ৭টি ও নতুন ভবনের ২টি লিফটের মধ্যে ১ টি লিফট বিকল হয়ে পরে আছে ।
বর্তমানে যে ৭টি লিফট চলছে সেগুলোর অবস্থাও জরাজীর্ণ আবার,চলতি ৭টি লিফটের বেশিরভাগেরই নেই কল সুইচ ।
এতে করে বিভিন্ন ফ্লোরে লিফটের সামনে ওঠানামার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগিদের ।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরী বিভাগের রোগিরা । অনেকসময় উঠানামার অপেক্ষায় দাড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ।
এদিকে চালু লিফটের সংখ্যা কম থাকায় চালু লিফটগুলোর উপর চাপ পরেছে ।
সবচেয়ে বেহাল দশা পুরাতন ভবনের ৪ নম্বর লিফটের বাহিরে ও ভিতরে কোন ধরনের
কল সুইচ নেই।
এতে করে অনেকসময় ভিতরে আটকা পরছে রোগীসহ অনেকেই ।
৪নং লিফটের ভিতরে বন্ধি হয়ে আটক থাকা সরকার মুকিত জানায় , আমি চার তলায় খোলা পেয়ে লিফটিতে উঠি , উঠার পরে লিফটির দরজা বন্ধ হয়ে যায় ।আমি নিচে নামার জন্য সুইচ চাপ দিতে গেলে দেখি সবকটি সুইচ ভাঙ্গা । অনেকক্ষন চেস্টা করার পরেও লিফটটি খুলছিলো না ।
এরপর একজন এসে বাহিরে কল সুইচটি চাপলে লিফটটি খোলে ,আমি দ্রুত নেমে পড়ি ।
এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজের উপ-সহকারী প্রকৌশলী রিংকু জানায় , কয়েকটি লিফট বিকল হওয়ায় বাকি গুলোর উপরে চাপ পরেছে । বিকল লিফটগুলো সরিয়ে দ্রুত তিনটি নতুন লিফট স্থাপন করাসহ চলতি লিফটগুলো দ্রুত সংস্কার করা হবে।
এ জাতীয় আরো খবর