এম.এ.শাহীন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃঃ
কৃষি বিপণন অধিদপতর থেকে জেলা প্রশাসকদের ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা প্রতি কেজি দরে আলু বিক্রয় নিশ্চিত করতে বলা হলেও তারাগঞ্জ উপজেলায় কমেনি আলুর দাম। এলাকার ৫টি ইউনিয়নে শনিবার করেকটি হাট ও বাজার ঘুড়ে দেখা গেছে, জাত ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। এছাড়া পেয়াজ (দেশী) ৯০ টাকা, ইন্ডিয়ান ৬০ টাকা, কাচা মরিচ ১৮০ টাকা, পটল প্রতি কেজি ৫০ টাকা, বেগুন ৪৫, কাচা পেঁপে ৪০ টাকা, বরবটি ৯০, করলা ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে মাছ ও মাংসের দাম স্থিতিশীল আছে।
অপর দিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খোলা বাজারে পেয়াজ কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রির ঘোষনা দিলেও তারাগঞ্জে এখন পর্যস্ত সে পেয়াজ আসেনি ।