শামীম আলম , জামালপুর ::
জামালপুরে রেলওয়ে ওভারপাস নির্মানে দীর্ঘসুত্রিতা, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ন্যায্য পাওনা পরিশোধ না করা ও চলাচলের অনুপযুক্ত সড়কে জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শহরের স্টেশন রোডে সম্মিলিত ব্যবসায়ী জনতা ঐক্য পরিষদ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। ব্যবসায়ী নূর মোহাম্মদ সাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাকির হোসেন খান, রমজান আলী রঞ্জু, মতিউর রহমান, আব্দুর জলিল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শহরের ব্যাস্ততম স্টেশন রোড এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মানে দীর্ঘসুত্রিতার জন্য প্রধান সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পরেছে। সরকারের কাছে ওভারপাস নির্মানের কারণে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ন্যায্য পাওনা পরিশোধের দাবী জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।