জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)ঃঃ
যশোরের কেশবপুর উপজেলায় টিকিট কেটে মাছ শিকার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গত দেড় মাসে উপজেলার ৪টি পুকুরে টিকিট কেটে ছিপে মাছ শিকারের প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার উপজেলার মাদারডাঙ্গা গ্রামে টিকিট কেটে ছিপে মাছ শিকারের দৃশ্য উপভোগ করতে শত শত মানুষের উপস্থিত হয় । এর আগে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নেপাকাটি গ্রামের আজিজুর রহমানের পুকুর, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের পুকুর ও ভোগতীনরেন্দ্রপুর গ্রামের বিল্লাল হোসেনের পুকুরে টিকিটের মাধ্যমে মাছ শিকারের অনুষ্ঠিত হয়েছে।
এসব মাছ শিকার প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে দক্ষ মাছ শিকারিরা হুইল ও ছিপের মাধ্যমে মাছ শিকার করতে অংশ গ্রহণ করছে । সকাল ৬ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ শিকারের প্রতিযোগিতা চলে। আর দৃশ্য উপভোগ করার জন্য স্থানীয় অধিবাসীসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকেও লোকজন উপস্থিত হন। শুক্রবার উপজেলার মাদারডাঙ্গা গ্রামের আহমদ আলীর পুকুরে মাছ শিকার উপভোগ করতে উপস্থিত হয় স্থানীয় পুরুষের পাশাপাশি নারী শিশুরাও।
মাদারডাঙ্গা গ্রামের মাছ শিকার দেখতে আসা উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামের আকবর হোসেন (৪০) বলেন, সম্প্রতি কেশবপুরের বিভিন্ন এলাকায় মাছ ধরার প্রতিযোগিতা দেখার জন্য সব বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপজেলার ভোগতি গ্রাম থেকে আসা আলামিন (২০) বলেন, উপজেলার সবকটি পুকুরে মাছ ধরার প্রতিযোগিতা উপভোগ করেছি।নেপাকাটি গ্রামের নজরুল ইসলাম ও ভোগতি নরেন্দ্রপুর গ্রামের বিল্লাল হোসেনের পুকুরে মাছ শিকারের দৃশ্য দেখে খুবই আনন্দ পেয়েছি।