ডিটেকটিভ ডেস্কঃঃ
চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।
৬৫ বছর বয়সী এ অভিনেতা কিছুদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে দুবার তাঁর হার্ট ফেইল হয় বলে জানান চিকিৎসকরা। পরে দুপুর ১২টা ৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে রোববার সাদেক বাচ্চুর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হলে গত ৭ সেপ্টেম্বর সাদেক বাচ্চু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর ১১ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। একদিন পর তাঁর অবস্থার অবনতি হতে তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে তিনি কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র- আইসিইউতে ভর্তি ছিলেন। সাদেক বাচ্চু বাংলা চলচ্চিত্রের অন্যতম খল-অভিনেতা। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি।
১৯৭৭-৭৮ সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। বিটিভিতে তাঁর অভিনীত প্রথম নাটক প্রথম অঙ্গীকার। তার প্রথম চলচ্চিত্র ছিলো ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত রামের সুমতি। তিনি বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
//ইয়াসিন//