হৃদয়ে অঙ্কিত নাম ব্যারিস্টার এস. এম সাইফুল্লাহ রহমান বাংলাদেশ সুপ্রিম কোটের একজন তরুণ ও উদীয়মান আইনজীবী । তিনি এল.এল.বি (অনার্স) ইউনিভার্সিটি অফ লন্ডন, থেকে কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি এল.এল.এম (মাস্টার্স) ইন্টারন্যাশনাল ব্যাংকিং এন্ড ফাইন্যান্স ‘ল’ বিস্টল, ‘যুক্তরাজ্য ‘এবং (ব্যারিস্টার- এট- ‘ল’ লিনকন্স ইন) হতে উচ্চতর ডিগ্রী গ্রাজুয়েশন কমপ্লিট করেন। শিক্ষাজীবনে তার বেশিরভাগ সময় বিদেশের মাটিতে কাটলেও দেশ ও দেশের মানুষের টানে এই সবুজ শ্যামল বাংলায় তিনি ফিরে আসেন। একটা সুন্দর সমাজ জাতিকে উপহার দিতে , আইন বঞ্চিত অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সঠিক আইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ব্যক্তি হিসাবে যেমন রয়েছে দেশ জুড়ে সুক্ষ্যাতি তেমনি সমাজ উন্নয়নে এবং মানুষ হিসাবে অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন।তাঁর কর্মকান্ডের মধ্যে রয়েছে সমাজ সংস্কারক,শিক্ষাবিদ,রাজনৈতিক ব্যক্তিত্ব,গরীবের বন্ধু,অসহায়ের সহায়ক-শক্তি এবং আইনকে সঠিকরূপে বাস্তবায়িত করাই তাঁর মূল লক্ষ্য ও উদ্দেশ্য ।আইনের শিক্ষা গ্রহণ করেও বাংলা ভাষা ও ইংরেজি সাহিত্যের প্রতি রয়েছে সমীহ ভালবাসা।তাই তো বাংলা গান,নাটক,উপন্যাস, ইংরেজি সাহিত্য, কবিতা আবৃত্তি, ছোট গল্পের বই মুখরিত করেছে তাঁর পারিবারিক লাইব্রেরীতে।ব্যক্তিগতভাবে তার সাথে সুসম্পর্ক থাকার কারণে অনেক কাছ থেকে ওনার কৃতকর্মের প্রতাক্ষদর্শী হতে পেরেছি। তিনি বৈচিত্রময় অধিকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন চারিত্রিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব । শুধু তাই নয়, অনেকগুলো সেবামূলক সংগঠনের সাথে সংযুক্ত আছেন । অপরাধ দমন পরিষদ ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ এর সন্মানিত উপদেষ্টা হিসাবে সুচিন্তিত পরিকল্পনায় অযাচিতভাবে সার্বিক সহোযোগিতা করে থাকেন প্রতিনিয়ত। অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহোযোগিতার হাত বাড়িয়ে বিভিন্ন সংগঠনিক কাজের সাথে জড়িত আছেন। ন্যায়ের পূজারি, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে ন্যায়কে প্রতিষ্ঠা করতে তাঁর দৃঢ়তার পরিচয় পাওয়া যায় ।সামাজিক মানুষ হিসাবে পরিচয় বহন করার কারণ” তাঁর অসাধারণ সুন্দর ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। তিনি চারিত্রিক বৈশিষ্ট্য আর চিন্তাশীল বিচক্ষণতার কারণে সম্পূর্ণ ভিন্ন ধর্মী মানুষ হয়ে উঠেছেন এবং স্পষ্ট ভাষী মানুষ হিসাবে সর্বদা প্রফুল্লচিত্তে সাধারণ ভাবে সকলের সাথে আন্তরিকতার পরিচয় দিয়ে থাকেন।নিজে একজন সম্মানিত ব্যারিস্টার হওয়া সর্তেও সর্বদা সদালাপী ও সুমিষ্ট ভাষায় সকলের সাথে মার্জিত ব্যবহার করেন । এক – কথায় একজন আদর্শ ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তি এবং আগামী দিনের তারুণ্যের অহংকার।