January 16, 2025, 12:56 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

আনিসুল হকের বাবার মৃত্যু

আনিসুল হকের বাবার মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক এবং সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাবা শরীফুল হক মারা গেছেন। গতকাল বুধবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী এএসএম মিজানুর রহমান। তিনি বলেন, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাকে গত সপ্তাহে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। গতকাল বুধবার সকালে শরীফুল হকের মৃত্যুর পর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। মেয়র আনিসুল হক গত বছর লন্ডনে অসুস্থ হয়ে পড়ার পর তার বনানীর বাসা ছেড়ে আরেক ছেলে বেলালের সেনানিবাসের বাসায় থাকছিলেন ৯৬ বছর বয়সী শরীফুল। পরে গত ৩০ নভেম্বর আনিসুল হক মারা গেলে তার একদিন পর ছেলের মৃত্যুর খবর জানানো হয়েছিল তাকে। আনিসুল হকের মরদেহ দেশের আসার পর সেনানিবাস থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে ছেলেকে দেখতে বনানী এসেছিলেন তার বাবা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাটে জন্ম নেওয়া শরীফুল হক আনসার বাহিনীর কর্মকর্তা ছিলেন। তার অপর দুই ছেলে ইকবাল হক ও হেলাল হক যুক্তরাষ্ট্র প্রবাসী। ইকবাল চিকিৎসক এবং হেলাল যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ক্যাপ্টেন। ২০১৫ সালের ১৪ জুলাই বাবার জন্মদিনের কেক কাটার কয়েকটি ছবি ফেইসবুকে দিয়েছিলেন আনিসুল হক। তিনি লিখেছিলেন, আজ আমার বাবার ৯৪তম জন্মদিন। উনি অনেক কষ্ট করে আমাদের মানুষ করছেন, সরকারি চাকরি জীবনে কোনো দিন অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেননি। সব সময় বলেছেন, আমাদের লেখাপড়া ছাড়া আর কোনো সম্পদ দিয়ে যেতে পারবেন না। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর