January 16, 2025, 5:58 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

রোটারী ক্লাব অব কুমিল্লা কাঁকড়ীর উদ্যোগে সেনেটারী লেট্রিন হস্তান্তর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি::


রোটারী ক্লাব অব কুমিল্লা কাঁকড়ীর উদ্যোগে রোটারী ইন্টারন্যাশনালের অর্থায়নে সেনেটারী লেট্রিন হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ের দক্ষিণ প্রতাপুরে আয়োজিত অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান আব্দুল্লাহ আল মাসুদ নোমান সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারীয়ান শওকত আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারীয়ান আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিপি রোটারীয়ান মহসিন রহমান। প্রজেক্ট চেয়ারম্যান ছিলেন চার্টার সেক্রেটারী রোটারীয়ান নিপু মজুমদার। এ প্রজক্টটি সদ্য প্রয়াত ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারীয়ান মমিনুল ইসলামের স্মরণে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব কুমিল্লা কাঁকড়ীর ভাইস প্রেসিডেন্ট রোটারীয়ান আলমগীর হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান ইব্রাহিম খলিল, সেক্রেটারি ইলেক্ট রোটারীয়ান পেয়ার আহম্মেদ, ডিরেক্টর রোটারীয়ান আঃ রহমান, ট্রেজারার রোটারীয়ান সুলতান আহমেদ, ডিরেক্টর রোটারীয়ান রফিক উদ্দিন বাবুল, সার্জেন্ট এট আর্মস রোটারীয়ান কাজী সোহরাব হোসেন, ক্লাব এডিটর রোটারীয়ান ডাঃ আবুল খায়ের, সদস্য রোটারীয়ান নূর মোহাম্মদ, সদস্য রোটারীয়ান ডাঃ আনোয়ার হোসেন, সদস্য রোটারীয়ান শাহনেওয়াজ, সদস্য রোটারীয়ান খোরশেদ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share Button

     এ জাতীয় আরো খবর