December 23, 2024, 7:08 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

ভারতে একদিনে রেকর্ড ৭৭ হাজার রোগী শনাক্ত

ভারতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৭৭ হাজার মানুষের দেহে পাওয়া গেছে করোনাভাইরাস। নতুন ৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে ৮ লাখ ৩৪ হাজার। আক্রান্ত ২ কোটি ৪০ লাখের বেশি। এদিকে করোনা মোকাবিলায় সাফল্যে বিশ্বে সবচেয়ে পিছিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

ভারতে এ যাবত কালের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। একদিনে প্রাণ গেছে ১ হাজার ৬৫ জনের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা সাড়ে ৬১ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ ১১শর বেশি মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার। নতুন ৪৫ হাজার রোগী শনাক্তের সাথে দেশটির মোট সংক্রমণ ৬০ লাখের বেশি। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি ২ লাখ ছাড়াবে বলে সতর্ক করছে দেশটির সিডিসি।

এদিকে বছরের শেষ নাগাদ ভ্যাকসিন অবিস্কার করে করোনা মহামারীকে শেষ করার আশা প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্র্যাম্প।

অন্যদিকে করোনা মোকাবিলায় সফল দেশের তালিকায় তলানিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এক জরিপে দেখা যায় দেশ দুটির ৮২ ভাগ মানুষের মতে করোনা মোকাবিলায় সফল নয় তাদের সরকার। এই তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটির জনগনের প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মানুষ তাদের সরকারকে সফল দাবি করেছে।

লাতিন আমেরিকায় মোট সংক্রমণের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। যার মধ্যে শুধু ব্রাজিলেই শনাক্ত ৩৭ লাখের বেশি। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ৯৭০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৮ হাজার।

এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ফ্রান্স। দেশটির প্যারিসসহ ২১টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও প্যারিসে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সংক্রমণ বাড়তে থাকায় কড়াকড়ির মেয়াদ বাড়াতে যাচ্ছে জার্মানি। মাস্ক না পরলে গুণতে হবে ৫০ ইউরোর জরিমানা।

গত কয়েক সপ্তাহে, আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশের ২৩ টিতেই কমেছে করোনার সংক্রমণের হার। অন্যদিকে কিউবাতে সংক্রমণ বাড়ায় রাজধানী হাভানায় কারফিউ জারি করেছে শহরটির গভর্নর।

Share Button

     এ জাতীয় আরো খবর