মাগো তোমার অন্তর জুড়ে, আছে যে বাংলা। তুমি এই সোনার বাংলার, তুমিই মাতা। নিজের জীবন বাজি রেখে, ভাবো যে বাংলা। তুমি বাংলার মা জননী, তুমিই যে মাতা।
জাতির জনক বঙ্গবন্ধুর, যোগ্য কন্যা তুমি। তুমি বাংলার মা জননী, তুমি বাংলার সবই। যে পিতা দেশের জন্য, দিছেযে জীবন। সেই পিতার যোগ্য কন্যা, তুমি মা জননী।
হাজারো স্মৃতি নিয়ে, বেঁচে আছো তুমি। স্বপ্ন তোমার হবে পুরোন, এই বাংলার মাটি। নিজের জীবন বাজি রেখে, করো বাংলার উন্নতি। তুমি বাংলার মা জননী, তুমিই সবই।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ আগষ্ট ২০২০/ইকবাল