June 17, 2025, 10:09 am

সংবাদ শিরোনাম
২০ লাখ টাকা যৌতুকের জন্য লন্ডনী স্ত্রীকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে চ্যাকা” ২ আসামীকে সেনাবাহিনী ধরলেও,ছেড়ে দিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জে এখনও প্রকাশ্যে ঘুরছে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে বাসস্ট্যান্ডে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিনাঞ্চলের ২১ জেলা মানুষ বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বৃদ্ধি

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বৃদ্ধি

মোকছেদুর মমিন মোয়াজ্জেম, হিলি থেকে

ভারতে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় অস্থির হয়ে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের মোকাম গুলো। এখানকার পাইকারী বাজারে বেড়েছে প্রতি কেজিতে ৮-১০ টাকা। আর এই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫-৪৮ টাকায়। এক সপ্তাহ আগে পাইকারী বাজারে ৩০-৩২ টাকায় বিক্রি হলেও নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির অস্বাভাবিক দাম বাড়ার কারণে হাফিয়ে উঠছেন ভোক্তারা।

গত ৩-৮ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে প্রায় ২ হাজার মেট্রিকটন পেঁয়াজ। যা বিগত দিনের তুলনায় অনেক কম। বর্তমানে বন্দরের মোকামে মানভেদে পেঁয়াজ পাইকারি বিক্রি করা হচ্ছে ৩৮-৪০ টাকায়। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। সাম্প্রতিক কালে বন্যায় ভারতে ক্ষতিগ্রস্ত হয় পেঁয়াজের উৎপাদন। এরফলে সরবরাহ কমে যাওয়ায় সংকট সৃষ্টি হয়। একারণে কয়েক দফায় বেড়ে যায় পেঁয়াজের দাম। যার প্রভাব পড়ে বাংলাদেশে। গত এক সপ্তাহ আগে ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরের মোকামগুলোতে এই পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়। আর খুচরা বাজারে ৪৫-৪৮ টাকায় কিনতে হচ্ছে সাধারন ভোক্তাদের।
বছরে ২২ লাখ টন পেঁয়াজের চাহিদা বাংলাদেশে। উৎপাদন হয়েছে মাত্র ১৮ লাখ টন। বাকী ৪ লাখ টন আসে ভারত থেকে। এখনই আমদানি করে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা না গেলে, বাজার সামাল দেওয়া যাবে না বলে মনে করেন ব্যবসায়ি সহ ভোক্তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর