সংসদ ভেঙে নির্বাচনে সেনা মোতায়েন চায় জেএসডি
ডিটেকটিভ নিউজ ডেস্ক
সংসদ ভেঙে নির্বাচন ও মেজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন চেয়েছে জাতীয় সমাজত্রান্তিক দল- জেএসডি। একইসঙ্গে দলটি ‘উচ্চকক্ষ’ হিসেবে স্থায়ী নির্বাচনকালীন সরকার চেয়েছে। গতকাল রোববার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলটির পক্ষ থেকে এ প্রস্তাবনা দেওয়া হয়।
দলটির সভপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। প্রধান নির্বাচন কশিনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত এ সংলাপ বেলা ১১টা থেকে শুরু হয়ে দুই ঘণ্টার বেশি চলে।
সংলাপ শেষে দলের সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘তৃতীয় বিশ্বের কোনও দেশে সংসদ বিদ্যমান অবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশের ৪৬ বছরের ইতিহাসে দলীয় সরকারের অধীনে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখিনি। এজন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সংসদ ভেঙে দিতে হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনে সন্ত্রাস, কালো টাকা, অনিয়ম বন্ধে সেনাবাহিনী মোতায়েনের বিকল্প নেই। তবে চক্কর দেওয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করে লাভ নেই। তাদের মেজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দিতে হবে যাতে তারা সব ধরনের অনিয়মে ব্যবস্থা নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘সব রাজনৈতিক দল সেনাবাহিনীর পক্ষে। তাহলে কেন সরকারি দল এর বিরোধিতা করছে। সেনাবাহিনী যদি দুর্যোগ মোকাবিলা, রাস্তাঘাট নির্মাণ, রোহিঙ্গা পুনর্বাসনে ব্যবহার করা যায় তাহলে কেন নির্বাচনে তাদের ব্যবহার করা যাবে না।’
নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটি স্থায়ী নির্বাচনকালীন সরকারের কথা বলছি। তারা সংসদের উচ্চকক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে। দেশের বিভিন্ন পেশাজীবী সমাজের থেকে তারা নির্বাচিত হবেন। তাদের অধীনে জাতীয় নির্বাচনসহ সব নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এরপর দলের পক্ষ থেকে ১২ দফা প্রস্তাবনা দেওয়া হয়।