ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ
বলিউডের তরুণ প্রজন্মের আলোচিত নাম সারা আলী খান। সাইফ কন্যা ইন্ডাস্ট্রিতে নাম লেখানোর আগে থেকে লাইমলাইটে ছিলেন। আগে থেকেই মিডিয়ার ফোকাস ছিল এই সুন্দরীর দিকে। সুন্দর ব্যবহারের জন্য সর্বদা প্রশংসিত হয়েছেন সারা।ভারতের লকডাউনের ফলে বর্তমানে বাড়িতে বসেই ঘাম ঝরাচ্ছেন সারা।জিম বন্ধ, ফলে বাড়িতে বসেই ফিট থাকতে হচ্ছে তারকাদের। ক্যাটরিনা থেকে শুরু করে অনেক তারকাই ঘরে ব্যায়াম করার ছবি ও ভিডিও পোস্ট করেছেন।এবার সারার সঙ্গে শরীর চর্চা করতে দেখা গেল অভিনেত্রীর ভাই ইব্রাহিমকেও। শরীর চর্চার একটি ছবি সারা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।এদিকে সারার ওই ছবি দেখে সমালোচনা করতে শুরু করেন নেটিজেনরা। যেখানে রমজান মাসের মধ্যে কেন শরীর চর্চা করছেন বলে সারাকে প্রশ্ন করতে শুরু করেন অনেকে।কেউ বলেছেন, লজ্জা করে না পবিত্র রমজানের মধ্যে এসব করতে! রমজানের মধ্যে কেন এত ছোট ছোট পোশাক পরেছেন, লজ্জা করে না।বলিউডের নিজের প্রথম ছবি ‘কেদারনাথ’ এবং দ্বিতীয় ছবি ‘সিম্বা’র মাধ্যমে চমক দেখিয়েছেন তিনি। দুটি ছবিতেই সারার অভিনয় প্রশংসিত হয়।
প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল