এর আগে মারধর ও যৌতুকের অভিযোগ তুলে স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করেন মিলা। মামলার প্রেক্ষিতে পারভেজকে গ্রেফতার করা হয়।
বিচ্ছেদের কারণ সম্বন্ধে মিলা তার স্ট্যাটাসে লিখেন, “১০ বছর প্রেম করে বিয়ের ১৩ দিনের মাথায় জানতে পারি, ওর সঙ্গে অন্য নারীর সম্পর্ক রয়েছে। সে আমাকে ঠকিয়েছে। এতদিন সম্পর্কের পরও আমার সঙ্গে সে এই ধরনের আচরণ করেছে। তার সঙ্গে আমি আর থাকতে চাই না।”
কিছুদিন আগেও মিলার বিচ্ছেদের গুজব ছড়িয়েছিল অন্তর্জালে। কিন্তু সেই গুজবকে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে স্বামীর নামে মামলা করার পর বিষয়টি খোলাসা হয়।
মিলার দায়ের করা মামলায় বলা হয়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার এ ধরনের মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৩ অক্টোবর তাকে মারধর করা হয়। এর আগে তার স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। আরও দশ লাখ টাকা দাবি করেছেন। টাকা না পেয়ে স্বামী তাকে মারধর করেছেন।
একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্ক ছিল। গত ১২ মে রাতে মিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়।