-
- বিনোদন, সারাদেশে, সাহিত্য
- রংপুরে অঞ্জলিকা-র “এসো গাই জীবনের জয়গান” ছন্দমুখর কবিতা উৎসব
- আপডেট সময় March, 18, 2020, 2:56 am
- 567 বার পড়া হয়েছে
রংপুর ব্যুরো ঃ
রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা’র উদ্যোগে সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক জমজমাট বসন্তকালীন কবিতা উৎসবের আয়োজন করা হয় । “এসো গাই জীবনের জয়গান” নামের আয়োজনটি ছিলো ছড়া কবিতায় ছন্দমুখর ।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক পত্নী নাজিরা বাণু ।
সভাপতিত্ব করেন অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ ।
বিশেষ অতিথি ছিলেন কবি ও লেখক আবু জাফর আবদুল্লাহ , কবি এ,কে,এম শহীদুর রহমান, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পত্নী মাসুমা খানম ।
উৎসবে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং আবৃতিতে অংশ নেন, ডক্টর নাসিমা আকতার , ইঞ্জিনিয়ার দেওেলোয়ার হোসেন রংপুরী, বাশার ইবনে জহুর, হাই হাফিজ, নাহিদা ইয়াসমিন , মাহমুদ ইলাহী মন্ডল , মাহবুবুল ইসলাম, এ,কে,এম শহীদুর রহমান , আবু জাফর আবদুল্লাহ, শৈলেন্দ্রনাথ বমার্, আদিল ফকির , জোসেফ আখতার, এটিএম মুর্শেদ, মজনুর রহমান , সোহানুর রহমান শাহীন, আসাদুজ্জামান মিলন , এস,এ অপু , মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, হাসনাইন রাব্বী,জাকির আহমদ,এস এম রাফাত হোসেন, ইয়াসমিন রাফাত বর্ণা, কবিরাজ ইসমাইল মোল্লা, বিমলেন্দু রায়, কামরুল হাসান , রবিউল ইসলাম লাজু, রেজাউল করিম জীবন , আবুল খায়ের, ফজলে রাব্বী, ববি ইসলাম ববি, মোস্তাফিজ রহমান , অদম্য গোলাম মোস্তফা , আহসান লাবিব, মুমিনুল ইসলাম , নুর নাহার বেগম , লায়লা শিরিনা , মাসুদ বিহংগ, আবু হানিফ জাকারিয়া, রশিদা বেগম রুবি, মমিন উদ্দিন পাটোয়ারী, রিদোয়ান ইসলাম, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ আসাদ, মিকদাদ মুগ্ধ সহ অন্যান্যরা
দ্বৈতকন্ঠে একটি কবিতা আবৃত্তিতে অংশ নেন মহুয়া শবনম ও ফখরুল শাহীন । গান গেয়ে শোনান জিয়াউল আলম ফারুকী ।
কবিতা উৎসব আয়োজনটি উপস্থাপনায় ছিলেন, অঞ্জলিকা সাহত্যি পএকিার সহযোগী সম্পাদক, বিশিষ্টি সাংবাদকি মাহবুবুল ইসলাম ওকবরিরুমানা জামান ।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ মার্চ ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর