মোঃ আক্কাস আলী,উত্তরাঞ্চল প্রতিনিধিঃ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন।রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের আয়োজনে গতকাল ৬ মার্চ ২০২০ ইং তারিখ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে এর উদ্বোধন করেন ভাষা সংগ্রামী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সৈনিক কামাল লোহানী।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম, রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা।শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলন উদযাপন পরিষদ সিরাজ গঞ্জের আহ্বায়ক টি. এম সোহেল। পরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর গুণীজনের ‘রবিরশ্মি‘ শীর্ষক সুবচন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ।সম্মেলনটি সাজানো হয় আবৃত্তি, নৃত্য ও গানে।সম্মেলনে রবীন্দ্র পদক পাচ্ছেন দেশের প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী ফাহমিদা খাতুন ।সম্মেলনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের রবীন্দ্রসংগীত ও রবীন্দ্র আদর্শের প্রায় সাত শতাধিক শিল্পী, সাংস্কৃতিকর্মী ও সংগঠক।তিন দিনের এ সম্মেলন শেষ হবে আগামীকাল ৮ মার্চ ২০২০ ইং তারিখ রবিবার।
প্রাইভেট ডিটেকটিভ/৭ মার্চ ২০২০/ইকবাল