ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ
গত ১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় বসন্ত উৎসবে একই মঞ্চে গাইরেন কন্ঠশিল্পী তপন চৌধুরী ও অণিমা রায়। সংসদ সদস্যদের আয়োজনে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে এমপি হোস্টেল অডিটরিয়ামে।তপন চৌধুরী বলেন,‘অণিমা এ সময়ের গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী।ওর গায়কী আমার ভীষণ প্রিয়।আশা করছি বসন্তকে উদযাপনের এই আয়োজনটি গানে গানে মুখর হয়।বসন্ত বা ভালোবাসার মাসে স্বাভাবিক ভাবে সকলে রোমান্টিক গানই শুনতে চায়।সেভাবেই কাটবে হয়ত সন্ধ্যাটা।অনুষ্ঠানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘মাননীয় সাংসদদের আয়োজনে একাধিক অনুষ্ঠানে এর আগেও পারফর্ম করেছি।তবে এবারের বসন্ত উৎসবে তপন দা আরআমি একই স্টেজে গাইবো যা খুবই আনন্দের ব্যাপার।রবীন্দ্রনাথের প্রেম-পূজা পর্যায়ের গানগুলো গাইবো।তবে গুণী মানুষদের এই অনুষ্ঠানের আয়োজনটির চমৎকার হয়।উল্লেখ্য, আজ ১৬ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের গান দিয়ে শুরু অনুষ্ঠানে সরাসরি গান গাইবেন অণিমা রায়।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল