September 17, 2024, 5:09 pm

সংবাদ শিরোনাম

মুরাদনগরে ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও

মুরাদনগরে ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও
ডিটেকটিভ নিউজ ডেস্ক


কুমিল্লার মুরাদনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়াসহ লাখ লাখ টাকার পাইপ নষ্ট করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। এলাকাবাসী বিষয়টি খতিয়ে দেখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের একটি বাড়ি একটি খামারের বিভিন্ন প্রকল্প দেখার জন্য গতকাল দুপুরে টনকী ও চাপিতলা এলাকায় যান। যাওয়ার পথে রাস্তায় ড্রেজার মেশিনের পাইপ দেখে তিনি ক্ষীপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে সম্পদ রক্ষা করার পরিবর্তে তিনি ক্ষমতার অপব্যবহার করে টনকী ও চাপিতলার বিভিন্ন মাঠে ব্যক্তি মালিকানাধীন জমিতে মাটি উত্তোলনের জন্য বসানো ৪টি ড্রেজার মেশিন আগুন দিয়ে জ্বালিয়ে দেন। একই সাথে তিনি মাটি সরবরাহের কাজে ব্যবহৃত দেড় হাজার ফুট পাইপ সাবল দিয়ে কুপিয়ে নষ্ট করেন। খবর পেয়ে ড্রেজার ব্যবসায়ী খাপুড়া গ্রামের মোশাররফ হোসেন ও উত্তর নোয়াগাঁও গ্রামের কনু মিয়া ঘটনাস্থলে এসে উপার্জনের একমাত্র সহায়-সম্পদের এ বেহাল অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন।
ব্যবসায়ী মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, আমরা প্রশাসনের সাথে আপস করেই এ ব্যবসা চালিয়ে যাচ্ছি। কোনো প্রকার নোটিশ ছাড়াই রহস্যজনক কারণে ড্রেজার মেশিন জ্বালিয়ে দেয়াসহ পাইপ নষ্ট করে আমার অপূরণীয় ক্ষতি করেছে। এতে আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আশপাশে ও তো আরও অনেক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সে গুলোর বিরুদ্ধে তো কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে বুঝা যাচ্ছে, আমার সাথে অবিচার করা হয়েছে। আমি এর ন্যায় বিচার চাই।
টনকী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সম্পদ রক্ষা না করে ড্রেজার মেশিনে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়ার ক্ষমতা ইউএনও সাহেবকে দিল কে? কেউ তো আইনের উর্ধ্বে নয়, ড্রেজার মেশিনে যদি কোন রাস্তা কিংবা কারো ক্ষতি করে থাকে তাহলে তো তিনি আইনিভাবে মোকাবিলা করতে পারতেন। বিষয়টি উপজেলা সমন্বয় কমিটির সভায় উত্থাপন করা হবে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি বিধায় মোবাইল কোর্ট করা সম্ভব হয়নি। তাদের নিরুৎসাহিত করার জন্য ড্রেজার মেশিন জ্বালিয়ে দেয়াসহ পাইপ নষ্ট করা হয়েছে। অবৈধভাবে মাটি তোলার কারণে পাশের অন্যের জমি নষ্ট হচ্ছে। পুকুরের পাড় ভেঙে যাচ্ছে। ড্রেজিং করায় পাকা রাস্তা ডেবে গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর