ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ
দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে কানাঘুষা দীর্ঘদিনের।তারা বিয়ে করছেন এমন কথাও শোনা যাচ্ছে।বিষয়টি তারা স্পষ্ট না করলেও রুক্মিণী দেবের পাশে কাউকে সহ্য করতে পারেন না, এমনটিই দেখা গেল সম্প্রতি।বলিউড অভিনেত্রী শিল্পাশেঠি সম্প্রতি এসেছিলেন কলকাতায়।একটি আর্ট হাউসের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানে শিল্পার সঙ্গে আমন্ত্রিত ছিলেন দেবও।এই অনুষ্ঠানের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেব।এতে দেখা যায় হলুদ টি-শার্টের দেব স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন শিল্পার সঙ্গে।কালো পোশাকের শিল্পার সঙ্গে মানিয়েছে দুজনকে।শিল্পার পাশে দেবের অপরূপ মিলতে সহ্য করতে পারলেন না রুক্মিণী।লিখেছেন– ‘এই শয়তান’।রুক্মিণীর ওই কমেন্টের নানান ব্যাখ্যা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।কেউ বলছেন, রুক্মিণীর হিংসে হচ্ছে।কেউ বলছেন মজা করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল