January 16, 2025, 7:38 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ
ছবি: সংগৃহীত।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২০ এক নাটকীয় জমকালো ৭৭তম আসর

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে গতকাল বসেছিল গোল্ডেন গ্লোবের ৭৭তম আসর। প্রতিবারের মত এবারো তারকাদের উপস্থিতিতে জমে উঠে লাল গালিচা। এরসঙ্গে পুরস্কারের মধ্য দিয়েও ঘটে গেলো নাটকীয় সব ঘটনা। গত মাসে এই অ্যাওয়ার্ডের মনোনয়ন দেওয়ার পর থেকে যেই সিনেমা ও তারকাদের নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। যাদের হাতে এবারের আসরের অ্যাওয়ার্ড যাওয়ার কথা ছিল। কিন্তু গতকালের আসরের মধ্য দিয়ে পাল্টে গেলো সকল প্রেডিকশন।‘জোকার’ ও ‘আইরিশম্যান’-কে পেছনে ফেলে ‘১৯১৭’-এর ঘরে পুরস্কার নমিনেশনের পর তিনটি সিনেমা নিয়ে মূলত আলোচনা তৈরি হয়। এরমধ্যে ‘জোকার’, ‘আইরিশম্যান’ ও ‘ম্যারেজ স্টোরি’। কিন্তু এই সকল ধারণা পাল্টে ‘১৯১৭’-এর ঘরে উঠলো সেরা চলচ্চিত্র (ড্রামা) ক্যাটগরির পুরস্কার। তবে এ নিয়েও কানাকানিও এরমধ্যে শুরু করেছেন সমালোচকরা। ‘জোকার’ ও ‘আইরিশম্যান’ সিনেমায় যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্লট তুলে দেওয়ায় এই দুটি সিনেমায় পুরস্কার দেওয়া হয়নি বলে সমালোচনা করেছেন সংশ্লিষ্টরা। ‘১৯১৭’ সিনেমাটি পায় দুটি বিভাগে পুরস্কার। সেরা চলচ্চিত্র ছাড়াও সিনমার পরিচালক স্যাম মেনডেসের হাতে উঠে সেরা পরিচালকের পুরস্কার

সর্বোচ্চ পুরস্কার পেলো ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’

এবারের আসরে জয়জয়কার ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ এর। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগ পুরস্কার পায় সিনেমাটি। এছাড়াও আরো দুটি পুরস্কার জিতেছে সিনেমাটি। সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান ব্র্যাড পিট ও সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার পান কোয়েন্টিন টারান্টিনো।

সেরা অভিনেতা জোয়াকুইন ফোনিক্স

‘জোকার’ সিনেমায় সবার চোখ ছিল জোয়াকুইন ফোনিক্সের দিকে। সেরা চলচ্চিত্র (ড্রামা) ক্যাটাগরিতে ‘জোকার’ পুরস্কার না পেলেও জোয়াকুইন ফোনিক্স সেই অভাব পুরণ করে দিলো। সেরা অভিনেতার পুরস্কার উঠে তার হাতে। পুরস্কার হাতে তিনি বলেন, ‘আমার সঙ্গে যারা নমিনেশন পেয়েছেন, আপনারা জানেন সেরা অভিনেতা বলে কোন বিষয় নেই। এটা শুধু টিভি শো গুলোর বিজ্ঞাপনের আরেকটি মাধ্যম। আসলে আপনাদের সবার কাজ আমাকে অনুপ্রেরণা দেয়।’

সেরা সেরা অভিনেত্রী রেনে জেলওয়েগার

ধারণা করা হয় ‘ম্যারেজ স্টোরি’র জন্য স্কারলেট জোহানসনের হাতে উঠবে এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার। কিন্তু সেই ধারণাও পাল্টে গেলো গতকালের আসরে। ‘জুডি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রেনে জেলওয়েগার।

 প্রাইভেট ডিটেকটিভ/০৭ জানুয়ারি ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর