January 16, 2025, 7:51 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

বছরের শুরুতেই কুয়াকাটা সৈকতে বিদেশী পর্যটকদের ভীড়

পটুয়াখালী প্রতিনিধিঃ

নতুন বছরের শুরুতেই বিদেশী পর্যটকদের আগমনে কুয়াকাটা সৈকত মুখরিত। ইংরেজি নববর্ষ উৎযাপণ করতে রাশিয়া,নাইজেরিয়া,সুদান সহ কয়েকটি দেশ থেকে শতাধিক পর্যটক ছুটে এসেছেন কুয়াকাটা সৈকতে। থার্টি ফাষ্ট নাইট উৎযাপন ও বছরেরর শেষ সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতেই তাদের কুয়াকাটা ভ্রমণ। বছরের শুরুতেই রেকর্ড সংখ্যক বিদেশী পর্যটকদের আগমনে খুশি পর্যটনমুখী ব্যবসায়ীরা। ট্যুরিষ্ট পুলিশ এবং আবাসিক হোটেল মালিকরা জানান, এর আগে একত্রে এতো বিদেশী পর্যটকের আগমন ঘটেনি। থার্টি ফাষ্ট নাইট হইতে দুই জানুয়ারী পর্যন্ত প্রতিদিনই বিদেশী পর্যটকরা আসছে সৈকতে। শুধু বিদেশী পর্যটকই নয় দেশী পর্যটকদের ভীড় দেখা গেছে লক্ষনীয়। এসব বিদেশী পর্যটকরা দল বেঁেধ কুয়াকাটা আসলেও প্রথম শ্রেনীর আবাসিক হোটেল সহ বিভিন্ন আবাসিক হোটেলে এরা ভাগ ভাগ হয়ে রুম নিয়েছে। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোন এর সহকারী সিনিয়র পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, ৬১জন রাশিয়ান পর্যটক একত্রে কুয়াকাটায় ভ্রমণে আসে। এছাড়া নাইজেরিয়ান সহ বিভিন্ন দেশের পর্যটকদের দেখা গেছে। এসব বিদেশী পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশও সজাগ দৃষ্টি রেখেছেন। বছরের শুরু থেকে দেশী বিদেশী পর্যটকদের আগমনে কুয়াকাটা সৈকতে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে।যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হোটেল-মোটেলের সুবিধা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ায় কুয়াকাটায় হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীর সমাগম হয়েছে। কুয়াকাটা সৈকত ছাড়াও কুয়াকাটা গামী আন্ধারমানিক নদীর উপর নিমর্মিত শেখ কামাল সেতু, টিয়াখালী নদীর উপর নির্মিত শেখ জামাল সেতু ও শিববাড়িয়া নদীর উপর নির্মিত শেখ রাসেল সেতুর উপরও ছিল বছরের শেষ সূর্যাস্ত দেখতে মানুষের ভীড়। এছাড়া পায়রা সমুদ্র বন্দর , গঙ্গামতি সৈকত ও কাউয়ার চরে পিকনিক পার্টির কয়েক হাজার পর্যটক নতুন বছরকে স্বাগত এবং পুরাতন বছরকে বিদায় জানাতে সমাগম হয়েছিল। থার্টি ফাস্ট নাইট উদযাপনকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসতে শুরু করে। এধারা এখনও বয়ে চলছে। ইলিশ পার্ক ইকো রিসোর্ট এর স্বত্তাধিকারী সাংবাদিক রুমান ইমতিয়াজ তুষার জানান, তার রিসোর্টে বিদেশী পর্যটকরা ওঠেছে। বিদেশী পর্যটকরা নিজেদের মত বর্ষবরণ উৎসব পালন করেছেন। থার্টি ফাষ্ট কুয়াকাটায় বড় কোন অনুষ্ঠান হয়নি। তবে ইনডোরে পর্যটকরা আতশবাজি সহ নানা অনুষ্ঠানের মাঝে মেতে ছিল পর্যটকরা।

প্রাইভেট ডিটেকটিভ/০২ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর