January 15, 2025, 12:46 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজারে ১৮ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারে ১৮ হাজার ইয়াবাসহ আটক ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ১৮ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে চিরিংগা হাইওয়ে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্টো ন-১৮-৩১২৬) জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- যশোর জেলার কোতোয়ালি থানার হিরু মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৫) ও সাতক্ষীরার কলারোয়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে হোসেন (৩০)। সূত্র জানায়, দুই মাদক ব্যবসায়ী একটি পিকআপে করে বিপুল পরিমাণ ইয়াবা বড়ির চালান নিয়ে ঢাকা যাচ্ছেন। গোপন সংবাদ পেয়ে সকালে একদল পুলিশ নিয়ে সড়কে চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। এ সময় কক্সবাজার থেকে একটি পিকআপ বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় আসলে গাড়িটির গতিরোধ করা হয়। গাড়িটি থামার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা দুই যুবককে আটকে রেখে তল্লাশি চালায়। পরে গাড়ির বডির নিচ থেকে পলিথিনে মোড়ানো বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো খুলে দেখা যায় ইয়াবার ট্যাবলেট। এতে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে। চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি নুরে আলম বলেন, এ ঘটনায় চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর