January 16, 2025, 10:22 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

দর্শকদের রায়ই আমাদের কাছে চূড়ান্ত রায় – উপস্থাপক বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

ছবি: সংগৃহীত

ইউটিউব কর্তৃপক্ষ সম্প্রতি ফাগুন অডিও ভিশনকে ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ প্রদান করে সম্মানিত করেছে। উল্লেখ্য, ১০ লাখ মানুষ কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করলেই ইউটিউব ওই চ্যানেলকে ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ দেয়।ফাগুন অডিও ভিশন দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান। ফাগুন অডিও ভিশন আশির দশক থেকে টেলিভিশনের জন্য মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করে আসছে। দীর্ঘ ৩২ বছর ধরে এই প্রতিষ্ঠানটি থেকে নির্মিত হচ্ছে দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ইত্যাদি ছাড়াও এই প্রতিষ্ঠানটি প্রতিবছর দুই ঈদে দুটি নাটক, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ‘সূর্যোদয়ের গান’ ও আমাদের মহান মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’ এবং বিভিন্ন বিশেষ দিনে এটিএন বাংলার জন্য নাটকীয় উপস্থাপনায় ‘পাঁচফোড়ন’ নামে একটি ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করে আসছে। ফাগুন অডিও ভিশন ইত্যাদি ছাড়া মূলত বিশেষ দিন উপলক্ষেই অনুষ্ঠান নির্মাণ করে থাকে।অনুষ্ঠান নির্মাণে সংখ্যায় নয়, মানে বিশ্বাসী এই প্রতিষ্ঠানটির কর্ণধার দেশের বরেণ্য নির্মাতা ও উপস্থাপক বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত। ২০১৬ সালের শেষের দিকে ফাগুন অডিও ভিশনের এই চ্যানেলে কন্টেন্ট দেওয়া শুরু করে ২০১৯ সাল পর্যন্ত মাত্র ১৪৫টি ভিডিও আপলোড করে স্বল্প সময়ের ব্যবধানে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার ১০ লক্ষ ছাড়িয়ে যায়। এটি একটি অনন্য দৃষ্টান্ত। তাছাড়া ভিউয়ের বিপরীতে এই চ্যানেলের ওয়াচ টাইমও বেশি।ফাগুন অডিও ভিশনের এই অর্জন সম্পর্কে এর কর্ণধার ইত্যাদির নির্মাতা গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, ‘সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য দীর্ঘসময়ের যেমন প্রয়োজন হয় না তেমনি হাজার হাজার বা শতশত কন্টেন্টও দরকার হয় না। প্রয়োজন দর্শকগ্রহণযোগ্য মানসম্মত ও বিশ্বাসযোগ্য কন্টেন্ট বা বিষয়। তার প্রমাণ এই স্বল্প সময়ে ফাগুন অডিও ভিশনের এই গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জন। আমরা সবসময়ই দর্শকদেরকে প্রধান্য দিয়েছি এবং দর্শকরা সবসময়ই আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং আমাদের বিশ্বাস ভবিষ্যতেও থাকবেন। দর্শকদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার কারণে অনেক চ্যানেলের ভিড়ে এখনও ফাগুন অডিও ভিশনের অনুষ্ঠান, বিশেষ করে ইত্যাদি দর্শক পছন্দের শীর্ষে রয়েছে। সেটা যেমন টিভিতে, তেমনি ভার্চুয়াল মিডিয়ায়। আর দর্শকদের রায়ই আমাদের কাছে চূড়ান্ত রায়। তাই শুধু টিভির দর্শকই নয়, ইউটিউবেও যে দেশ-বিদেশের লক্ষ লক্ষ দর্শকের কাছে ইত্যাদি একটি প্রিয় অনুষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের এই গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জনই তার বড় প্রমাণ। আমরা মনে করি এই পুরস্কার দর্শকদের ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাই আমাদের এই পুরস্কারটি দর্শকদের উদ্দেশ্যেই উত্সর্গ করলাম।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর