September 14, 2024, 2:50 am

সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৫, মৃত্যু-২ বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে, অনুমতি বিহীন ওষুধের গুদাম সিলগালা সাধক কবি কাজী হেয়াত মামুদ এর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল শহীদদের স্মরণে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচী চিলমারীতে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি পল্লী বিদ্যুৎ এর লুকোচুরি খেলায়, সাধারণ মানুষ নাজেহাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ রুবেল’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব নাটোরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার পার্বতীপুরে বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ জনজীবন আর্থিক সাহায্যের আবেদন বিরল রােগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

মুজিব সৈনিকদের অভিনন্দন ও শুভেচ্ছা

মুজিব সৈনিকদের অভিনন্দন ও শুভেচ্ছা

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ 

নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করার আহবান ও মুজিব সৈনিকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন রাজনগর উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি  শেখ- রেহান উদ্দিন জুবেল । জুবেল জানালেন,  বাঙালির গৌরবময় যে ইতিহাস তারই একটি অংশ, একটি নাম “ছাত্রলীগ”। গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭০ বছর পালন করতে যাচ্ছে লাল-সবুজ পতাকা রক্ষাকারী ঐতিহ্যবাহি ছাত্রসংগঠনটি, ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর কার্জন হলে প্রতিষ্ঠিত হয় আমার প্রানের সংগঠনটি। সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত বাংলাদেশর ইতিহাসে যত সফল আন্দোলন সংগঠিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছে পিতা মুজিবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা কমিশন আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং এগারো দফা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্বত্বাধিকার আন্দোলনে অংশগ্রহণ করে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধের উদ্দেশ্যে ছাত্রলীগ মুজিব বাহিনী গঠন করে, যুদ্ধে অংশগ্রহন করে এবং বাংলাদেশ বিজয় লাভে ভূমিকা পালন করে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ এর ১৭ হাজার নেতাকর্মী শহীদ হন  আমার ভাগ্য হয়নি সেই সকল সফল আন্দোলন দেখার কিন্তু তাদের একজন উত্তসুরী হিসাবে গর্বিত, তবে আমি হতভাগা নয় নিজের চোখে দেখেছি ২০০৮ সালের নির্বাচনের পূর্ববর্তী সময়ে  মমতাময়ী নেত্রীর ডাকে সাড়া দিয়ে তৎকালীন  বিএনপি-জামায়াত সরকারের পতন ঘটাতে মাঠে ছিল এই ছাত্র সংগঠনটি, স্বাধীনতা বিরোধীদের ফাঁসির জন্য মাঠে ছিল প্রিয় সংগঠন বাংলাদেশ  ছাত্রলীগ। ৫ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও যে তান্ডব শুরু করেছিল তা রুখতে মাঠে ছিল ছাত্রলীগ,(এস.এস.সি) এবং (এইচ.এস.সি) ভাই-বোনদের পরীক্ষা চলাকালীন সময়ে প্রশাসনের পাশাপাশি তাদের নিরাপত্তার দায়িত্বে ছিল প্রিয় সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাই আমি অনেক গর্ববোধ করি যখন ছাত্রলীগ এর কর্মী হিসেবে নিজেকে দাবী করতে পারি। জন্মগত ভাবেই আমি আওয়ামী পরিবারের সন্তান। তাই ছাত্রলীগ এর জন্য নিজে থেকে কিছু করার ইচ্ছা, আপনারা জানেন এখন ছাত্রলীগের স্বর্ণ যুগ কেননা বাংলাদেশের নেতৃত্ব যিনি দিচ্ছেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে যিনি গৌরবউজ্জ্বল রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন বাংলার সফল প্রধানমন্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ এর ৮ম বারের মত নির্বাচিত সভানেত্রী আমাদের মমতাময়ী নেত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা সকল গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এ থেকে প্রমানিত তিনি ছাত্রলীগের পরিশ্রমী নেত্রী ছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগ এর  সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতুমন্ত্রী জনাব, ওবায়দুল কাদের উনার কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি শুরু করেন তিনি পরপর দু’বার ছাত্রলীগের সভাপতি ছিলেন। সাবেক ছাত্রলীগ এর সফল নেতৃবৃন্দ একই সাথে বাংলাদেশ ও উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগকে নেতৃত্ব দিচ্ছেন তাই ছাত্রলীগ এর একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি। প্রিয় ভাইয়েরা নিশ্চয় সব সময় আমাদের মনে রাখতে হবে আমাদের শুধু ছাত্রলীগ হলে চলবে না আমাদের অবশ্যই সচেতন ও দায়িত্বশীল ছাত্রলীগ হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং জাতির জনকের কন্যা শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ এর নেতৃত্ব দিচ্ছেন সাইফুর রহমান (সোহাগ) ও আমাদের মৌলভীবাজারের রত্ন এস এম জাকির হোসাইন, এছাড়া মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিট কে একটি মডেল ইউনিট হিসাবে তৈরি করতে অতি দক্ষতার সাথে পরিশ্রম করে যাচ্ছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদ্দুজ্জামান (রনি) ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান (রনি)।  তাই বলছি আমি নিঃসন্দেহে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির আশ্রয়স্থল খোঁজে পেয়েছি, উনাদের নেতৃত্বে আমরা আমাদের লক্ষে পৌছাতে পারবো। প্রিয় সহযোদ্ধা বৃন্দ আমি গর্ববোধ করি যখন মমতাময়ী নেত্রী ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন তোমরাই আগামীর বাংলাদেশ, তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে যেমন: বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কাজের কথা, বর্তমান বিশ্বে বাংলাদেশ এর অবস্থান সফটওয়্যার রপ্তানিক্ষেত্রে পোশাক রপ্ততানিক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রসহ ইত্যাদি ইত্যাদি দেশের প্রত্যেক ক্ষেত্রে উন্নয়নসমুহ তা প্রচার প্রচারনার মাধ্যমে  সাধারন মানুষকে জানাতে হবে কথায় আছে প্রচারে প্রসার ঘটে কাজেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে আপনারা নিশ্চয় দেখেন চোখের সামনে বেড়েই চলেছে ছাত্রলীগ যাকে জিজ্ঞেস করবেন সে নিজের পরিচয় দিবে আমি ছাত্রলীগ, মাত্র ক’দিন আগে যে ছেলেটি ছাত্র শিবির-ছাত্রদল করেছে তারা আজ অনেক বড় ছাত্রলীগ কিন্তু একটু খবর নিলে তাদের অতীত পাওয়া যাবে, আমরা ভুলে যাই এই অনুপ্রবেশকারীরাই আমাদের জন্য সমস্যার কারণ। তারা আজকাল সমাজে বিভিন্ন উপায়ে সবচেয়ে ফায়দা নিচ্ছে তারা ছাত্রলীগ এর নাম বিক্রি করে অনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করার মধ্যমে কলঙ্কিত করছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে।এবং আমাদের আরও সচেতন হতে হবে যাতে করে অছাত্র, বিবাহিত, সন্ত্রাস বা অনুপ্রবেশকারীরা ছাত্রলীগ এর নাম ব্যবহার করে ফায়দা হাসিল করতে না পারে সেটা অন্তত একটি আওয়ামীলীগ পরিবারের সন্তান মেনে নিবে না, সমানভাবে আমিও না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও দেশরত্ন  শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান করছি,সবশেষে প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের একটি মডেল ইউনিট রাজনগর উপজেলা শাখার সভাপতি জনাব রুবেল আহমদ ও সাধারন সম্পাদক জনাব আব্দুুুল্লাহ  আল সাম্মুসহ প্রত্যেক নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল মুজিব সৈনিকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Share Button

     এ জাতীয় আরো খবর