ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ
কৃষ্ণাঙ্গ নারীদের একই বছরে সুন্দরী প্রতিযোগিতার পাঁচটি খেতাব জিতার নজির এই প্রথম। মিস ওয়ার্ল্ড ২০১৯’র সেরার মুকুট উঠল জ্যামাইকান সুন্দরী টনি আন সিং এর মাথায়। এছাড়া জোজিবিনী টুনজি মিস ইউনিভার্স, মিস ইউএসএ হিসাবে চেসলি ক্রাইস্ট, কালিগ গ্যারিস মিস টিন ইউএসএর এবং মিস আমেরিকা হিসাবে নিয়া ফ্রাঙ্কলিন সুন্দরী প্রতিযোগিতার মুকুট জিতেন।এই বিজয়গুলি বিশেষত তাৎপর্যযুক্ত কারণ সুন্দরী প্রতিযোগিতামূলক শিল্পের সঙ্গে বর্ণগত সমস্যা ছিল। মিস ইউএসএ এবং মিস আমেরিকাসহ বড় বড় সুন্দরী প্রতিযোগিতায় দশকের পর দশক ধরে কৃষ্ণাঙ্গ নারীদের অংশ গ্রহণে নিষেধাজ্ঞা ছিল। পরে কর্তৃপক্ষ নিয়মে পরিবর্তন আনে। তবে এরপরও কৃষ্ণাঙ্গদের খুব একটা অংশগ্রহণ ছিল না এসব আসরে।১৯৭০ সালে আইওয়ারতে মিস আমেরিকা প্রতিযোগিতায় আফ্রিকান আমেরিকান নারী চেরিল ব্রাউন প্রথম অংশগ্রহণ এবং ১৯৮৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মিস আমেরিকা খেতাব জিতেছিলেন ভেনেসা উইলিয়ামস।প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ১৯৯০ সালে মিস ইউএসএ’র খেতাব জিতেন ক্যারোল এনি ম্যারি গিস্ট। ১৯৯১ সালে কৃষ্ণাঙ্গ নারী হিসেবে প্রথম মিস টিন ইউএসএ জিতেন জ্যানেল বিশপ।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ ডিসেম্বর ২০১৯/ইকবাল