এ,এস,এম জুলফিকুর রহমান ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে টাঙ্গাইল সখীপুরের কালিয়া বাজারস্থ ভাই বন্ধু নাট্য ক্লাবের শিল্পীরা মাতিয়ে গেলেন হাজারো দর্শক শ্রোতার হৃদয় মন। পৌর সভার স্বপ্ননীল পার্কে একটানা তিন ব্যাপী প্রাচীণ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাটকে বেহুলা লক্ষীন্দর,শহীদ কারবালা ও কাশেম মালার প্রেম বই তিনটি অনুষ্ঠিত হয়।জানা যায়, প্রাচীণ কালে যখন এদেশে কোন রেডিও,টিভি,সিনেমা ডিভিডি,ভিডিও ছিলো না ঠিক তখন মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য এক মাত্র মাধ্যম ছিলো, পুথিপাঠ, যাত্রা, নাটক, থিয়েটারসহ নানা প্রকার কল্প- কিসসা-কাহিনী । আর এই সব কিসসা-কাহিনীর উপর নির্ভর করেই সৃষ্টি হয়েছিলো তৎকালীন গীতিনাট্য,যাত্রা এবং থিয়েটার। যা মানুষকে অনাবিল আনন্দ দান করে আসছে । অথচ সেই সব সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য আজকাল আর তেমন দেখা যায় না। কালের আর্বতনে হারিয়ে যাচ্ছে এ সব প্রাচীণ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা পালা- শহীদ কারবালা,বেহুলা লক্ষীন্দর,গুনাই বিবি,কমলার বনবাস, রূপবান ও কাঁজল রেখার মত নানা প্রকার গীতিনাট্য গুলো।জানা যায়, সরিষাবাড়ী পৌর সভার সপ্ননীল পার্কে সম্প্রতি তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হলো নাটক বেহুলা লক্ষীন্দর,শহীদ কালবালা ও কাশেম মালার প্রেম। টাংগাইলের সখীপুরের কালিয়া বাজারস্থ ভাই বন্ধু নাট্য ক্লাবের উদ্যোগে দেশের গৌরবোজ্জল সেই হারানো স্মৃতি গুলো পুনরায় জাগিয়ে তুলার জন্য মাঠে নেমেছে এক দল যাত্রামোদী তরুণ অভিনেতা অভিনেত্রীবৃন্দ । ইতোমধ্যে টাংগাইল সখীপুরের ছোট চওনা গ্রামের শিশু শিল্পী মফিজুর রহমান জীবন,মমিনুল ইসলাম, কাঙাল সোহেল, নূরুল ইসলাম , জাহাঙ্গীর ,মঞ্জু,আজিজ,বীথি,পুরবী, রানী, সুমী ও কহিনুর বেহুলা লক্ষীন্দর যাত্রা পালায় অভিনয় কওে দেশীয় মঞ্চে এবং ইউটিউবের মাধ্যমে দেশ বিদেশে মহা আলোড়ন সৃষ্টি করেছে। এ সুনাম ও গৌরব শুধু সখীপুর কিংবা টাংগাইল বাসীর একার নয়, এটা বাংলাদেশের তথা বাঙালী জাতির গৌরব । এদেশের হাজার হাজার দর্শক শ্রোতা প্রাচীণ বাংলার ইতিহাস এতিহ্য আবার ফিরিয়ে আনার জন্য যাত্রার সভাপতি হেলাল উদ্দিন,পরিচালক ও কমিডিয়ান অভিনেতা কাঙাল সোহেল, ও ওস্তাদ লেবু মিয়াকে ধন্যবাদ জানান ।পোগলদীঘা ইউনিয়নের চেয়ার ম্যান শামস উদ্দিন শামস বলেন, এ সব গ্রামীণ যাত্রা পালা গুলো টিকে রাখার জন্য সরকারের পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে বলে মনে আমি করি । তা না হলে এ সব প্রাচীন ঐতিহ্য বিশ্বেও কাছে তুলে ধরার জন্য আর কোন মাধ্যম থাকবে না।লোক ধারার গবেষক শিল্পী এমএম রহমান বলেন, প্রাাচীণ গ্রাম বাংলার ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি, এ দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে তথা সারা বিশে^ চির অমর হয়ে থাকুক এটাই আমাদের একমাত্র প্রত্যাশা । আর ধারাকে টিকে রাখতে হলে সরকারকে উদ্যোগ নিতে হবে সহযোগিতা করতে হবে । নইলে এ গুলো আবার কালের আর্বতনে চিরদিনের দিনের জন্য হারিয়ে যাবে।
প্রাইভেট ডিটেকটিভ/০৬ ডিসেম্বর ২০১৯/ইকবাল