সুনামগঞ্জে কিশোরকে যৌন নির্যাতনের অভিযাগে গ্রেফতার ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈগাঁও এলাকায় ১৪ বছরের এক কিশোরকে যৌন নির্যাতন (বলৎকার) করার অভিযোগে লেচু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে লেচু মিয়াকে গ্রেফতার করা হয়। লেচু মিয়া জেলার ছাতক উপজেলার আন্দারি গাঁও এলাকার ওয়াসির মিয়ার ছেলে। পুলিশ জানায়, রাতে নৈগাঁও এলাকায় ওরসে আসেন লেচু মিয়া। ছাতকের বাইশ টিলা থেকে আসা এক কিশোর তার পাশে বসে ওরসের বক্তব্য শুনছিল। ভোরের দিকে হঠাৎ লেচু মিয়া শিশুটিকে খাওয়ার কথা বলে পাশের জঙ্গলে নিয়ে বলৎকার করেন। এ ঘটনায় সকালে শিশুটির পরিবারের লোকজন লেচু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে সকালেই তাকে গ্রেফতার করা হয়। দোয়ারাজাবার থানার ওসি সুশীল রঞ্জন দাস এসব তথ্যের সতত্যা নিশ্চিত করছেন।