September 18, 2024, 8:50 am

সংবাদ শিরোনাম

সিলেটে মাছরাঙা টিভির নিজস্ব প্রতিবেদক শাকির হোসেনকে দুবৃক্তদের হুমকি

সিলেটে মাছরাঙা টিভির নিজস্ব প্রতিবেদক শাকির হোসেনকে দুবৃক্তদের হুমকি
সিলেট প্রতিনিধি


মাছরাঙ্গা টিভির সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাকির হোসেনকে চিঠি দিয়ে ও বাসায় গিয়ে দু’দফা  হুমকি দিয়েছে দুবৃত্তরা।’ মঙ্গলবার বিকালে তিনি মাছরাঙ্গা টিভির সিলেট অফিসে গেলে তিনি চিঠিটি দেখতে পান। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় একদল দুবৃক্ত তার খোঁজে পনিটুলা পল্লবী আবাসিক এলাকার তার বাসায় হানা দেয়।
শাকির হোসেন জানান- মঙ্গলবার বিকালে তিনি দরগা মহল্লা পায়রা আবাসিক এলাকার মাছরাঙ্গা টিভির সিলেট অফিসে গিয়ে একটি চিঠি পান। চিঠিতে তাকে অকথ্য ভাষায় গালাগালাজ করা হয়। তাকে অফিস কিংবা বাসায় যেখানেই পাবে সেখানেই তার উপর হামলা চালাবে বলেও চিঠিতে উল্ল্যেখ করে দেয় দুবৃত্তরা।’এদিকে, মঙ্গলবার সন্ধ্যার দিকে তার খোঁজে পনিটুলা পল্লবী আবাসিক এলাকার ভাড়া বাসায় হানা দেয় ২০-২৫ জনের একদল দুবৃক্ত। সেখানে গিয়েও দুবৃক্তরা অকথ্য ভাষায় গালাগালাজ করে এবং শাকির হোসেনকে পেলে তার উপর হামলার হুমকি দেয়। এসময় বাসার মালিক ও পাড়ার লোকজন এগিয়ে আসলে দুবৃক্তরা ফিরে আসে।’

Share Button

     এ জাতীয় আরো খবর