January 11, 2025, 6:12 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

রেকর্ড গড়েও জেতা হলো না টাইগ্রেসদের

রেকর্ড গড়েও জেতা হলো না টাইগ্রেসদের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক                         

পাকিস্তান নারী দলের বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো বাংলাদেশ নারী দল। তবে জয় পাওয়া হলো না, উল্টো ১৫ রানের পরাজয়ে তিন ম্যাচের দ্বিতীয়টিতে হেরে এক ম্যাচ বাকি থাকতেই ২-০তে সিরিজ খোয়াল টাইগ্রেসরা। পাকিস্তানের ১৬৭ রানের তাড়ায় ১৫২ রান করে বাংলাদেশ। এর আগে গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫১ রান ছিল টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের আগের সর্বোচ্চ।

সোমবার (২৮ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যেখানে ১৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারালেও, সানজিদা ইসলামে লড়াকু ব্যাটিং বাংলাদেশকে আশা দেখায়। তবে ৩২ বলে ৮টি চারে ৪৫ করে তিনি বিদায় নেন।

আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান রুমানা আহমেদ এদিন শূন্য রানে বিদায় নেন। তবে শেষ দিকে ফাজানা হকের ১৯ বলে ঝড়ো ৩০ রান জয়ের খুব কাছে নিয়ে যায়। দলের হয়ে এছাড়া ২১ রান করেন নিজার সুলতানা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫২ করতে পারে সফরকারী দলটি। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান সাদিয়া ইকবাল। এছাড়া একটি করে উইকেট নেন দিয়ানা বেগ, আনাম আমিন ও সানা মীর। টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক বিসমাহ মারুফ ও ওপেনার জাভেরিয়া খানের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। বিসমাহ ৫০ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন। আর ৪৪ বলে ৫টি চার ও দুটি ছক্কায় ৫২ রান আসে জাভেরিয়ার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে জাহানারা আলম দুটি ও লতা মন্ডল একটি উইকেট পান।

Share Button

     এ জাতীয় আরো খবর