January 16, 2025, 4:49 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

দুর্নীতির মামলায় দণ্ড এড়াতে কালক্ষেপন করছেন খালেদা জিয়া: হানিফ

দুর্নীতির মামলায় দণ্ড এড়াতে কালক্ষেপন করছেন খালেদা জিয়া: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ড এড়াতে কালক্ষেপন করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবণ্ডউল আলম হানিফ। গত বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। হানিফ মামলাগুলোর শুনানিতে খালেদা জিয়ার বার বার সময় নেওয়ার প্রসঙ্গ তুলে বলেন, ১০টি বছর এ মামলা নিয়ে টালবাহানা করেছেন বেগম খালেদা জিয়া। ১৩৭ বার সময় নিয়েছেন। আজকে এই কোর্ট, কালকে ওই কোর্ট, এভাবে আদালত বদল করেছেন। কারণ উনি জানেন, উনি অপরাধ করেছেন। প্রমাণ হলে উনি দণ্ডপ্রাপ্ত হয়ে যেতে পারেন। এই আশঙ্কার কারণে তিনি এই কালক্ষেপণ করেছেন। যদি এভাবে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। কোনোভাবে উনি সরকারের আসতে পারেন, তাহলে খালাস পেয়ে যাবেন। তবে বাংলাদেশের মানুষ আর বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে না বলেও দাবি করেন হানিফ। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যদি নিজেদের কুকর্ম আর দুর্নীতির জন্য জাতির কাছে ক্ষমা চান, হয়ত তারা আবার আপনাদের দিকে তাকাবে। মামলার বিষয়ে হানিফ বলেন, আমরা চাই, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করে আদালত থেকে খালাস নিয়ে আসুন। সাবেক প্রধানমন্ত্রী কারাদণ্ডে দণ্ডিত হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করবে, এটা আমরা দেখতে চাই না। জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় হানিফ ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

Share Button

     এ জাতীয় আরো খবর