সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : নাহিদ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার সারাদেশে মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দিতে সর্বোচ্চ ও আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করার পাশাপাশি দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যত প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে আমাদেরকে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে।’ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ সরকারি পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। স্কুল মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিচারপতি ওবায়দুল হাসান, রেবেকা মোমিন এমপি, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব ফায়জুর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, জেলা প্রশাসক ড. মশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী। শিক্ষামন্ত্রী বলেন, সরকার এ দেশের নতুন প্রজন্মকে মূল্যবান নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।