সাংবাদিক মাকসুদ মিনুর মাতার ইন্তেকাল ও দোয়া মাহফিল
ডিটেকটিভ নিউজ ডেক্স
প্রাইভেট ডিটেকটিভ সংবাদ পত্রের রাজশাহী ব্যুরো প্রধান মো:মাকসুদ মিনুর মাতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম জমসেদ আলী জুম্মনের বড় বোন মোসা:রাহেমা বেগম (৫৫)গ্রামের বাড়ীতে গত ২৬ শে ডিসেম্বর সন্ধাবেলায় ঘুমের মধ্যেই বার্ধক্যজনীত কারনে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)পরবর্তী দিন বাদ জোহর রাজশাহী নগরীর টিকাপাড়া মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা শেষে টিকাপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
সাংবাদিক মাকসুদ মিনুর মাতার এই আকষ্মিক মৃত্যুতে স্থানীয় ও জাতীয় মানের বিভিন্ন সংবাদ পত্রে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক বার্তা প্রকাশ করা হয় এবং বিশেষ ব্যক্তিবর্গও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
অদ্য ২৯ শে ডিসেম্বর রোজ শুক্রবার মরহুমার টিকাপাড়াস্থ নিজবাস ভবন সংলগ্ন জেড মহল প্রাঙ্গনে তার আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।উক্ত মাহফিলে মরহুমার পরিবারের পক্ষ থেকে সকলকে শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।