বেলকুচিতে বেকারদের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর (৭ম পর্ব) তিন মাস ব্যাপী প্রশিক্ষন কার্যকম পরিদর্শন করলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেকার যুবক-যুবতীদের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর (৭ম পর্ব) তিন মাস ব্যাপী প্রশিক্ষন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা সফল সুযোগ্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। গত ৩ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ থেকে শুরু হওয়া প্রশিক্ষন বৃহস্পতিবার দুপুরে বেলকুচি ডিগ্রী কলেজ ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। পরিদর্শন শেষে তিনি ভেরকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফসানা ইয়াসমিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন,বেলকচি মহিলা বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন প্রমুখ। এ সময় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর (৭ম পর্ব) প্রশিক্ষণার্থীরা সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানায়। বেলকুচি মহিলা ডিগ্রী কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভাটি বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।