September 8, 2024, 8:34 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

চলমান অভিযান লোকদেখানো নয় -সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মাওলানা মুফতি হাফেজ মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারাই করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।চুনোপুঁটি-রাঘববোয়াল কেউই ছাড় পাবেন না। লোক দেখাতে নয়, দুর্নীতি-মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সরকার। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, অনিয়ম ও দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাসের উদ্বোধন শেষে গত  বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল নির্বিঘ্নে  রাখার পাশাপাশি সেনাবাহিনীর অভ্যন্তরীণ যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে প্রায় সাড়ে ২৬ কোটি টাকা ব্যয়ে ১৮৮ দশমিক ৪০ মিটার দের্ঘ্যরে আন্ডারপাসটি নির্মাণ করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ ইন ইঞ্জিনিয়ার (ইইনসি) মেজর জেনারেল ইবনে ফজল শায়খুজ্জামান।‘বর্তমান সরকার ক্যাসিনোর সরকার’ সিলেটে বিএনপির জনসভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এ বক্তব্যের কড়া সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্যাসিনোর জন্মই হয়েছে হাওয়া ভবনে। মদ, জুয়া নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তা আবার প্রবর্তন করেছিল বিএনপি। এগুলো বন্ধে তারা কোনো ব্যবস্থা নেয়নি। খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা পেরেছেন।‘এটা অপকর্মের বিরুদ্ধে অভিযান, লোক দেখানো নয়। যেটা কেউ করেনি, আমরা তো করছি। লেট বেটার দেন নেভার’ বলেন- ওবায়দুল কাদের।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  আরও বলেন, অভিযানে চুনোপুঁটি কিংবা রাঘববোয়ালের কোনো প্রশ্ন নেই। দেখতে হয়তো চুনোপুঁটি, পদ পজিশনে বড় নয়, কিন্তু কাজগুলো করেছে রাঘববোয়ালের মতো। যাদের ধরা হয়েছে, তারা নজরদারিতে ছিলেন। সত্যিকার অর্থে অপকর্মকারী কাউকে ছাড় নয়। বিশ্বজুড়েই জীবনের সঙ্গে চলে দুর্নীতি। বাংলাদেশ ব্যতিক্রম নয়। পরিস্থিতি অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসার আগ পর্যন্ত অভিযান চলবে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেন, কিছু কিছু কাজ মানুষের সহ্য সীমার বাইরে চলে গিয়েছিল। শেখ হাসিনার বিশাল বিশাল অর্জন মহান করে দিচ্ছিল। কাজেই গুটিকয়েকের অপকর্মের জন্য সরকারের অর্জনগুলো মহান  হতে দিতে পারি না।কাউন্সিলের সঙ্গে এ অভিযানের সম্পর্ক নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অভিযান শুধু ঢাকাতে সীমাবদ্ধ থাকবে না। সুন্দরবন থেকে সুনামগঞ্জ, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া- সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এই অভিযান।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর