March 20, 2025, 9:05 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৯ লাখ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ,

শৈলকুপা পৌর ভবন থেকে বিপুল পরিমান ভিজিএফ’র চাউল জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ভবনে অভিযান চালিয়ে ৮০ বস্তা চাউল জব্দ করা হয়েছে। শৈলকুপা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস এ অভিযান পরিচালনা করেন। পৌর ভবনের দুটি কক্ষে লুকিয়া রাখা এ চাউল জব্দ করে তা সিলগালা করা হয়েছে। জানা যায়, পবিত্র ঈদুল আযহা’র ভিজিএফ’র বিপুল পরিমান চাউল শৈলকুপা পৌরসভা ভবনে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রথম দফায় ৬৩ বস্তা ও দ্বিতীয় দফায় আবারও ১৭ বস্তাসহ মোট ৮০ বস্তা চাউল উদ্ধার করা হয়। যার ওজন ২৪১৫ কেজি। পৌর ভবনের একটি গোপন কক্ষে থাকা এ চাউল জব্দ ও সীলগালা করা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস এর সহযোগি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহমান, সহকারী প্রকৌশলী মলয় রঞ্জন বিশ্বাস ও শহর আলী প্রমুখ। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস জানান, গোপন অভিযোগের প্রেক্ষিতে পবিত্র ঈদুল আযহা’র ভিজিএফ এর চাউল জব্দ করে সীলগালা করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে, তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, পৌর মেয়রের বিভিন্ন দূর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সম্প্রতি পাল্টা সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ভিজিএফ’র চাউল চুরিসহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর