July 27, 2024, 9:14 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

র‌্যাব-৫ এর অভিযানে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি অভিযানিক দল গত ১৮ই সেপ্টেম্বর ২০১৯ ইং বুধবার রাত ১০টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।উক্ত স্থান থেকে, (ক) ৩৯০ পিচ ইয়াবা (খ) ০২ টি মোবাইল ফোন (গ) ০৪ টি সিম (ঘ) ০১ টি মেমোরী র্কাড (ঙ) ০১ টি মটরসাইকেল সহ আসামী মোঃ আক্কাছ আলী (৩৩), পিতা- মোঃ আয়াতুল্লা মন্ডল, গ্রাম- ধোপাকড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহীকে  গ্রেফতার  করা হয়েছে ।  উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে ।এ গ্রেফতারের দু’টির বিষয় নিশ্চত করে র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, তাদের ব্যাপক গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতেই বুধবার  রাত ১০টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকা থেকে ৩৯০ পিচ ইয়াবাসহ মোঃ আক্কাছ আলীকে আটক করা হয়। র‌্যাব-৫ থেকে আরো জানা যায় তাদের মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে, দেশ ও জাতির কল্যাণে মাদক নির্মূলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৫) তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতেও দিধা-বোধ করবে না।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর