July 27, 2024, 10:17 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তানোরে মাদক ব্যাবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ গ্রেফতার ৪

আব্দুর রাজ্জাক রাজু,তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোরে থানা পুলিশের পৃথক চারটি অভিযানে ২ মাদক ব্যাবসায়ী ও ২ ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৬ই সেপ্টেম্বর ২০১৯ইং সমবার দিবাগত রাত্রে নির্ভরযোগ্য সুত্রে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃত ৪ আসামীরা হচ্ছে পর্যায় ক্রমে: ১/ মো. বেলাল হোসেন (৪২) পিতা- মৃত:মনির উদ্দিন, গ্রাম- আকচা বানিয়া পাড়া, থানা- তানোর জেলা- রাজশাহী। তানোর থানার মামলা নং- ১৫/ তারিখ- ১৬/০৯/২০১৯ইং তাকে ২৫ গ্রাম গাজাসহ গভীর রাত্রে সঙ্গীও ফোর্স সহ তানোর থানার এসআই গোলাম মোস্তফা গ্রেফতার করেন। ২/ মোসা. সুলতানা বেগম (৩৩) পিতা- ফাইজুদ্দীন, স্বামী- মো. সফিকুল ইসলাম@সফি, গ্রাম- তানোর পূর্বপাড়া ঠাকুর পুকুর, থানা- তানোর, জেলা- রাজশাহী। তানোর থানার মামলা নং- ১৬/ তারিখ- ১৬/০৯/২০১৯ইং তাকে ১৫ পিচ ইয়াবাসহ রাত্রি সাড়ে ৮টার দিকে সঙ্গীও ফোর্স সহ তানোর থানার এসআই মাসুদ করিম গ্রেফতার করেন। ৩/ মো. আবু তালেব, পিতা- মৃত: গুলজার গ্রাম- পাড়িশো মিরাপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী। মামলা নং- জি,আর-১২৯/১৫ তানোর, তার বিরুদ্ধে উক্ত মামলায় ওয়ারেন্ট থাকায় দিবাগত রাত্রে সঙ্গীও ফোর্স সহ তানোর থানার এএসআই পলাশ রায় তাকে গ্রেফতার করেন। ৪/ মো. ইমন হোসেন পিতা- আকরাম হোসেন গ্রাম- তানোর, থানা- তানোর জেলা- রাজশাহী। মামলা নং- জি,আর-১৯৬/১৯ তানোর, তার বিরুদ্ধে উক্ত মামলায় ওয়ারেন্ট থাকায় গভীর রাত্রে সঙ্গীও পুলিশ ফোর্স সহ তানোর থানার এএসআই মাসুদ করিম তাকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত: চার আসামীকে মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর ২০১৯ইং সকালে মহিলা পুলিশসহ আদালতে প্রেরন করা হয়েছে।এই ৪ আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তানোর থানার দতন্ত (ওসি) রাকিবুল হাসান বলেন, আমাদের প্রতিদিনের অভিযানের অংশ হিসেবেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে থানা থেকে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, মাদক মামলায় ২ আসামী ও ওয়ারেন্ট ভুক্ত ২ আসামীকে পৃথক ৪টি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরো বলেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছি।পাশাপাশি গোপনে ও প্রকাশ্যে আমাদের ব্যাপক নজরদারি রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর