-
- অপরাধ, সারাদেশে
- নাটোরে রাইফেল ও রিভলবারের গুলি উদ্ধার
- আপডেট সময় September, 9, 2019, 7:57 pm
- 225 বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরে রাইফেল ও রিভলবারের ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বড়হরিশপুর পাওয়ার গ্রীডের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, ডিউটিরত অবস্থায় পাওয়ার গ্রীডের ভেতর ছয় রাউন্ড গুলি দেখতে পায় আনসার সদস্য মোস্তাফিজুর রহমান। পরে তার কাছে থেকে বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিন ও কাগজে মোড়ানো পয়েন্ট থ্রিনটথ্রি রাইফেলের ৩ রাউন্ড গুলি এবং টু টু বোর রিভলবারের ৩ রাউন্ড গুলি উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা আরোও বলেন, কিভাবে পাওয়ার গ্রীডের মতো সংরক্ষিত স্থানে গুলিগুলো রাখা হলো তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
প্রাইভেট ডিটেকটিভ/০৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর