ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওতাধীন তেঘরিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর হাজী মো. লাট মিয়া। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার এ শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান তেঘরিয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে হাজী মো.লাট মিয়াকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ জজ মিয়া গত ৩১ মে শুক্রবার রাতে সৌদি আরবে ওমরা হজ্ব পালন করা কালীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এতেকরে তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শুণ্য হয়ে পরলে সরকারি বিধি মোতাবেক এ ইউনিয়নে উপনির্বাচন সম্পন্ন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রায়াত চেয়ারম্যান হাজী মোহাম্মদ জজ মিয়ার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো.লাট মিয়া বিনা প্রতি দ্বন্দিতায় ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সে মোতাবেক তার শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ গ্রহন শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান,তেঘরিয়া ইউপি সচীব প্রকাশ চন্দ্র সরকার,মো.সাইদুর রহমান, শেখ মো.আলী হোসেন,মো.শাহদাৎ হোসেন, মো.মাসুম প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল