July 27, 2024, 9:15 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রাজশাহীতে ৪ জঙ্গি আটক

রাজশাহীতে ৪ জঙ্গি আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে চার ‘জঙ্গিকে’ গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম জানান, উপজেলার ক্ষুদ্র জামিরা ও ভড়ুয়াপাড়া গ্রামে গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন – ক্ষুদ্র জামিরা গ্রামের হায়াতুল্লা রুবেল ওরফে মাসুদ, আবদুল রহিম, মিজানুর রহমান মেজা ও ভড়ুয়াপাড়া গ্রামের মুকুল হোসেন। র‌্যাব কর্মকর্তা মাহবুবুল গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ক্ষুদ্র জামিরা গ্রামের বোরজাহানের কলাবাগানে আনসার আল ইসলামের সদস্যরা নাশকতা সৃষ্টির জন্য জড়ো হয়েছে। সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আর তাদের দেওয়া তথ্যমতে ভরুয়াপাড়া থেকে আটক করা হয় মুকুলকে। মাসুদের কাছে দুটি, রহিমের কাছে দুটি, মিজানের কাছে একটি ও মুকুলের কাছে দুটি বিতর্কিত জিহাদি বই পাওয়া গেছে বলে তিনি জানান। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব কর্মকর্তা বলেন, আনসার আল ইসলামের কার্যক্রম অব্যাহত হয়েছে। র‌্যাব তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আটক চার জঙ্গি ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত ছিলো। আটকের পর গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবল আলম। আটকরা হচ্ছে- হায়াতুল্লাহ রুবেল ওরফে মাসুদ, আবদুর রহিম ও মিজানুর রহমান ওরফে মেজা। তাদের দেওয়া তথ্যমতে মুকুল হোসেনকে তার বাসা থেকে আটক করা হয়। এরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব। কর্নেল মাহবুব আলম বলেন, কোরআন শিক্ষার আড়ালে এরা আহলে হাদিস ও জাগ্রত মুসলিম জনতা নামে ইসলামের মূলধারার ভুল ব্যাখ্যা দিয়ে সংগঠনের সদস্য সংগ্রহ করে তারা। আর এ জঙ্গি কার্যক্রমের মূলে ছিলেন আবুল কালাম আজাদ ওরফে আজু মুন্সি। তিনি অসুস্থতার কারণে মারা গেছেন বলে জানান র‌্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, প্রায় একযুগ আগে ভড়ুয়াপাড়ায় আজুমুন্সির মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিম (পরবর্তীতে আনসার আল ইসলাম নামে পরিচিত) সংগঠনের কার্যকলাপ শুরু করে। ২০০৫ সালে ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় তিনি যুক্ত আছে বুঝতে পারে এলাকাবাসী। এর প্রতিবাদ করলে সংগঠনের লোকজন তাদের দমিয়ে রাখে। এভাবে কিছুদিন চলার পর ভড়ুয়াপাড়া গ্রামের আরও কিছু উগ্রবাদী সদস্য যেমন শহিদুল, মিজানুর রহমান মেজা, সাদ্দাম, উজ্জল, রাকীব, মামুন ও হায়াতুল্লাহ এ সংগঠনের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়। র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ২০০৫ সালে আজুমুন্সি মারা গেলে তার জায়গায় আসে বাবর মুন্সি। বাবর মুন্সি গোপনে সংগঠনের কার্যক্রম চালাতে থাকে। সেসময় গোপন বৈঠককালে তাদের কিছু সদস্যও আটক হয়। এ বছরের ৬ অক্টোবর নাশকতা ষড়যন্ত্র করায় ভড়ুয়াপাড়া থেকে ২৪টি জিহাদী বইসহ বাবর মুন্সিকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ভড়ুয়াপাড়ায় থেকে চার জঙ্গি আটক করা হয়। র‌্যাবের অভিযানে হায়াতুল রুবেল ওরফে মাসুদের কাছ থেকে দু’টি, আবদুর রহিমের কাছ দু’টি, মিজানুর রহমান ওরফে মেজার কাছ একটি বিতর্কিত জিহাদী বইসহ আটক করা হয়। বিকেলের মধ্যে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান কর্নেল মাহাবুব আলম। এর আগে অভিযান চালিয়ে গত সোমবার গভীর রাতে চার জঙ্গিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বইও উদ্ধার করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর