July 27, 2024, 9:25 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নবীগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

এহিয়া আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন ক্ষেতরা বিলে পাঁচ মৌজা যুব সংঘের উদ্যোগে করিমপুর দ্বিতীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।গত শনিবার দুপুর থেকে নৌকা বাইচ দেখতে নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার হাজার হাজার দর্শক বৃষ্টি রোদ উপেক্ষা করে ক্ষেতরা বিলে তীরে জড়ো হয়।আকর্ষনীয় তুমুল এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা মোট ৭টি নৌকা অংশ নেয়।প্রতিযোগিতার ফাইনাল পর্বে তিলক সারপাড়া গ্রামের উড়াল পবন প্রথম, জগন্নাথপুর উপজেলার শাহ কুতুব উদ্দিন ২য়,আলাগদি গ্রামের সোনার বাংলা ৩য় ও বাগাউড়া গ্রামের পঙ্কিরাজ ৪র্থ হয়।নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আলী হায়দার আলমগীর। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ উইনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ,ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির,উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া সম্পাদক আমিনুর রমান স্বপন। সার্বিক সহযোগিতায় ছিলেন রিপন ও খালেদ মোশাররফ।পরে প্রথম বিজয়ীকে সোনার নৌকা,২য় বিজয়ীকে এল ইডি টেলিভিশন, ৩য় বিজয়ীকে মোবাইল ফোন,৪র্থ বিজয়ীর হাতে বড় টেবিল ফ্যান তুলে দেওয়া হয়। দর্শকরা বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ঠিকিয়ে রাখতে নৌকা বাইচসহ গ্রাম বাংলার অন্যান্য খেলাধুলাও যেন প্রতি বছর আয়োজন করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর