July 27, 2024, 12:27 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বোয়ালমারীতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুভেন্টাস

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

ফরিদপুরের বোয়ালমারীতে হাজী আব্দুল্লাহ একাডেমির আয়োজনে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস একাদশ। গত ১৬.০৮.১৯ শুক্রবার  বিকেলে ফাইনাল খেলায় জুভেন্টাস ৪-২ গোলে ম্যানচেস্টার সিটি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পিয়ন দলের পক্ষে আলামীন তিনটি ও আব্দুল্লাহ একটি এবং রানার্সআপ দলের পক্ষে নিজাম ও মাজহারুল একটি করে গোল করেন। উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলাকান্দি হাজী আব্দুল্লাহ একাডেমি মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. লিয়াকত শিকদার।এছাড়া খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়ারকে মেডেল পরিয়ে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল্লাহ একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোকাদ্দেস হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধা, বোয়লামারী সরকারি কালেজের ছাত্রসংসদের সাবেক জিএস রাহাদুল আখতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. তুষার আহমেদ প্রমুখ। প্রসঙ্গত ১০ আগস্ট থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। মোট চারটি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। বাকি দুটি দল হলো বার্সোলোনা একাদশ ও বায়ার্ন মিউনিক।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর