September 8, 2024, 8:03 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

বোয়ালমারীতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুভেন্টাস

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

ফরিদপুরের বোয়ালমারীতে হাজী আব্দুল্লাহ একাডেমির আয়োজনে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস একাদশ। গত ১৬.০৮.১৯ শুক্রবার  বিকেলে ফাইনাল খেলায় জুভেন্টাস ৪-২ গোলে ম্যানচেস্টার সিটি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পিয়ন দলের পক্ষে আলামীন তিনটি ও আব্দুল্লাহ একটি এবং রানার্সআপ দলের পক্ষে নিজাম ও মাজহারুল একটি করে গোল করেন। উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলাকান্দি হাজী আব্দুল্লাহ একাডেমি মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. লিয়াকত শিকদার।এছাড়া খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়ারকে মেডেল পরিয়ে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল্লাহ একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোকাদ্দেস হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধা, বোয়লামারী সরকারি কালেজের ছাত্রসংসদের সাবেক জিএস রাহাদুল আখতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. তুষার আহমেদ প্রমুখ। প্রসঙ্গত ১০ আগস্ট থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। মোট চারটি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। বাকি দুটি দল হলো বার্সোলোনা একাদশ ও বায়ার্ন মিউনিক।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর