January 12, 2025, 12:45 am

বগুড়া নামুজা সবুজবাংলা যুব সংঘের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

আকাশ বগুড়াঃ

বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু বলেছেন, সুন্দর সমাজ গঠনে ও মাদক মুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক র্চ্চা করা দরকার। খেলাধুলা করলে শরীর ও মন ভাল থাকে তাই বর্তমান সরকার শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালক করে যাচ্ছে। তাই তরুন যুব সমাজকে লেখাপড়ার পাশা পাশি খেলাধুলায় আন্তরিক হতে হবে। যুব সমাজকে সঠিক ভাবে গড়ে উঠে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার আহবান জানান। তিনি শুক্রবার বিকেলে বগুড়া সদরের নামুজা বাংলাবাজার সবুজবাংলা যুব সংঘের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরুস্কার বিতরণ কালে উপরোক্ত কথা বলেন। নামুজা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নামুজা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশিষ ভট্রাচার্য,প্রভাষক সাজ্জাদুর রহমান পিয়াস, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আব্দুল মজিদ, নামুজা ইউনিয়ন যুবলীগের সভাপতি আপেল মাহমুদ আরিফ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল বাসেদ, ইউপি সদস্য রুমি আক্তার শান্তির মা, বিশিষ্ট ব্যবসায়ী জাহিন সরদার, আনিকা এন্টারপ্রাইজ পরিচালক আপেল মাহমুদ, সাবেক ইউপি সদস্য আমসের আলী,মিতালী ফার্ণিসারের পরিচালক মিস্টার রহমান প্রমুখ। খেলাটি ধারাভাষ্যকার শ্রাবন আহমেদ মজনু। উক্ত খেলায় নামুজা মজিদ পাড়া অগ্রগামী নবীন সংঘকে পরাজিত করেন জয়লাভ করেন বারপুর শিমু প্লাস্টিক।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর